নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯: প্রতিবাদ মঞ্চ থেকে আটক হলেন প্রাক্তন আইপিএস গোপীনাথ

বাংলা হান্ট ডেস্ক :  দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী বিল ও আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে। প্রথমে উত্তর পূর্বতে শুরু হয়েছিল। তারপর ত্রিপুরা, মিজোরাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ চলছে। নাগরিকত্ব সংশোধনী বিলের জন্য শুধুমাত্র বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন দলমত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ এবং অহিন্দু সম্প্রদায় গুলিও বিক্ষোভে সামিল হয়েছে।

এবার নাগরিকত্ব সংশধনী বিলের প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে আটক হলেন প্রাক্তন আইপিএস কন্ন গোপীনাথ। যদিও এই পর্থমবার নয় এর আগে কাশ্মীর ইস্যুতেও তাঁকে সরব হতে দেখা গিয়েছিল। এবার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি প্রতিবাদ মঞ্চে উপস্থিত হতেই তাঁকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ।ECzt1TAX4AA3IEp

তবে শুধুমাত্র প্রাক্তন আইপিএস গোপীনাথনকেই নয় তাঁর সঙ্গে প্রতিবাদ আন্দোলনে যোগ দেওয়া আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এদিন। কেন্দ্রের আনা নাগরিকত্ব সংশোধনী আইন সংবিধান বিরোধী তাই তাতে কিছুতেই সমর্থন করবে না তাঁরা। আর এই ইস্যুতেই প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছিলেন, যদিও তাতে ছিল না কোনো প্ল্যাকার্ড। কিন্তু তাসত্ত্বেও তাঁকে আটক করা হয়েছে।

আর এই খবর প্রকাশ্য়ে আসতেই সমাজ-কর্মীদের চাপে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। আমরা আইন ভঙ্গ করিনি, কিন্তু তাতেও পুলিশ আমাদের আটক করে এমনটাই সংবাদমাধ্যমে জানিয়েছেন কন্নন গোপীনাথন। আসলে ওই প্রতিবাদ মঞ্চ থেকে সংবিধান পাঠ করে শোনানোর কথা ছিল কিন্তু তার আগেই তাঁদের আন্দোলন প্রতিবাদ সভা ভঙ্গ হয়ে যায়।

ad

সম্পর্কিত খবর