ভিন রাজ্যের অসাধু ক্রিকেটারদের ঠান্ডা করতে কঠোরতর পদক্ষেপ নিল সিএবি

বাংলা হান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই মুহূর্তে গোটা দেশজুড়ে লকডাউন চলছে। দেশের সর্বত্র লকডাউনের প্রভাব পড়েছে তবে লকডাউনের সবথেকে বেশি প্রভাব যেখানে পড়েছে সেটা হল ক্রীড়াক্ষেত্র। এই মুহূর্তে দেশ জুড়ে প্রায় সমস্ত খেলা ধুলায় বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে ক্রিকেটও। ক্রিকেট বন্ধ থাকায় এই মুহূর্তে রাজ্য ক্রিকেট সংস্থা গুলির কোন কাজ নেই বললেই চলে। তবে লকডাউন এর সময়টা বসে বসে কাটাতে নারাজ সিএবি কর্তারা। তাঁরা লকডাউন এর সময়কে ব্যবহার করতে উদ্যোগী।

বর্তমান সময়ে রাজ্য ক্রিকেট সংস্থা গুলির বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ ওঠে দুর্নীতির ক্ষেত্রে অর্থাৎ এমন অনেক ক্রিকেটার আছে যারা বয়স ভারিয়ে জুনিয়র দলে খেলার চেষ্টা করে। তাই এবার বয়স ভারানো ক্রিকেটার এবং ভিন রাজ্যের ক্রিকেটারদের রুখতে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে সিএবি।

n2823808863cff1b0ee2129ee506e97b25046aaa1a1aa46ecb540c1ea3fabebc6786d206b2

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাসিশ গাঙ্গুলি জানিয়েছেন, ” এবার থেকে প্রথম এবং দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু হওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারের আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট যাচাই করা বাধ্যতামূলক। বিশেষ করে ভিন রাজ্য থেকে আসা ক্রিকেটারদের বিরুদ্ধে আরও কঠোর হল সিএবি। ভিন রাজ্য থেকে আসা ক্রিকেটারদের এই সমস্ত নথি পত্র যাচাই করার জন্য পুলিশের সাহায্য নেওয়া হবে।” যদি কোন ক্ষেত্রে দেখা যায় ক্রিকেটাররা জাল নথিপত্র দিয়ে বোর্ডকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন অভিষেক ডালমিয়া এবং স্নেহাসিশ গাঙ্গুলি।
অর্থাৎ লকডাউনের এই কঠিন সময়ে কোন কাজ না করে বসে সময় কাটাতে নারাজ সিএবি কর্তারা। তাঁরা চাইছেন এই লকডাউন এর সময় কাজে লাগিয়ে বেঙ্গল ক্রিকেটকে আরো বেশি স্বচ্ছ করে তুলতে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর