ফের রদবদল, ক্যাবিনেট কমিটিতে যুবদের প্রাধান্য দিলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় ক্যাবিনেটের ফেরবদল আর বিস্তারের পর এবার ক্যাবিনেট কমিটতেও বদল করা হল। কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব নেতাদের অগ্রাধিকার দিয়েছেন। স্মৃতি ইরানি, ভুপেন্দ্র যাদব, সর্বানন্দ সোনেয়াল মনসুখ মান্ডবিয়, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গিরিরাজ সিং সমেত অনেক মন্ত্রীদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। ভুপেন্দ্র যাদবকে সমস্ত গুরুত্বপূর্ণ সমিতিতে যুক্ত করা হয়েছে।

পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত ক্যাবিনেট কমিটিতে ভুপেন্দ্র যাদব, স্মৃতি ইরানি, সর্বানন্দ সোনেয়াল, মনসুখ মান্ডবিয়, গিরিরাজ সিংকে জায়গা দেওয়া হয়েছে। ইনভেস্টমেন্ট আর গ্রোথের সঙ্গে যুক্ত ক্যাবিনেট কমিটিতে নারায়ণ রানে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অশ্বিনী বৈষ্ণবকে যুক্ত করা হয়েছে।

রোজগার আর স্কিলের সঙ্গে যুক্ত কমিটিতে ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, ভুপেন্দ্র যাদব, হরদীপ পুরী, আরসিপি সিংকে জায়গা দেওয়া হয়েছে। এই কমিটির রাশ নরেন্দ্র মোদীর হাতে রয়েছে। সংসদীয় মামলায় ক্যাবিনেট কমিটিতে অর্জুন মুন্দা, বিরেন্দ্র কুমার, কিরণ রিজিজু, অনুরাগ ঠাকুরকে জায়গা দেওয়া হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে, অশ্বিনী বৈষ্ণব, কিরণ রিজিজু, আনুরাগ ঠাকুরের মতো যুব মুখদের এবার ক্যাবিনেট কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। বলে দিই রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাবেরকড়, হর্ষবর্ধনের মতো বড়বড় নেতাদের বাইরের রাস্তা দেখানো হয়েছে। আর এরপরই কমিটিতে রদবদল করা হয়। অন্যদিকে, হর্ষবর্ধন আর সদানন্দ গৌড়া এখনও কয়েকটি কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন। ক্যাবিনেট নিযুক্তি, সুরক্ষা মামলায় ক্যাবিনেট কমিটিতে কোনও বদল আনা হয়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর