গুজরাটে মর্মান্তিক দুর্ঘটনা! ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ল ব্রিজ, মৃত ৩৫, আহত বহু

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটের মরবির মাছু নদীতে একটি কেবিল ব্রিজ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। সেতু ভেঙে যাওয়ার সময় সেতুতে প্রায় ৪০০ মানুষ ছিলেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন কয়েক ডজন। প্রধানমন্ত্রী মোদি আধিকারিকদের ঘটনার বিষয়ে অবিলম্বে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি এই বিষয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে কথা বলেছেন এবং তাকে ঘটনাটির উপর নজর রাখতে বলেছেন।

এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি। একই সঙ্গে আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, তিনি ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তিনি জানান, উদ্ধারকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি মৃতের নিকটাত্মীয়দের প্রত্যেককে ৪ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণাও করেছেন।

দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যও এসেছে। তিনি বলেছেন, “মরবি দুর্ঘটনায় অত্যন্ত দুঃখিত। আমি এই বিষয়ে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ত্রাণ কাজে নিয়োজিত রয়েছে, এনডিআরএফও শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছেছে। প্রশাসন তিনি আহতদের অবিলম্বে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এটি লক্ষণীয় যে, মরবিতে এই সেতুটি সম্প্রতি জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছিল। তবে মেরামত করা সত্ত্বেও এখানে ভিড় জমে যাওয়ায় সেতুটি ভেঙে পড়ে। এতে অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ব্রজেশ মের্জা বলেছেন যে প্রশাসন পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সেতুটি ভেঙে পড়ার সময় তারা নারী ও শিশুকে তার তারে ঝুলতে দেখেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর