সিএবির যুগান্তকারী সিদ্ধান্ত! পিঙ্ক টেস্টের শেষ দু-দিনের টিকিটের দাম ফেরৎ দিয়ে দেওয়া হবে।

দেশের মাটিতে প্রথম দিন রাত্রি টেস্ট ম্যাচ। তাই স্বাভাবিক ভাবেই এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা ছিল প্রবল। ম্যাচ শুরু হওয়ার কয়েক দিন আগেই প্রথম দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তাই অনেকে প্রথম তিন দিনের টিকিট না পেয়ে চতুর্থ এবং পঞ্চম দিনের টিকিট কেটেছিল ম্যাচ দেখার জন্য। কিন্তু তাদের সেই আশা জল ঢেলে দিল বিরাট বাহিনী। দেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচে মাত্র 3 দিনেই বাংলাদেশকে ধুরমুস করে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। এর ফলে চতুর্থ এবং পঞ্চম দিনের খেলা হয়নি। যে সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্তরা টিকিট কেটে শেষ দুদিন ম্যাচ দেখতে যাওয়ার কথা ভেবেছিলাম তাদের সমস্ত আশা নিরাশায় পরিণত করেছে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স।

রবিবার অর্থাৎ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ দলকে অলআউট করে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। আর তাই শেষ দুদিনের খেলা আর হয় নি, এর ফলে শেষ দুদিনের টিকিট কেটে যে সমস্ত ক্রিকেটভক্তরা খেলা দেখতে যাওয়ার কথা ভাবছেন তাদের মন কিছুটা হলেও খারাপ হয়েছিল। এবার তাদের জন্য মন ভালো করার মত সংবাদ নিয়ে এলো সিএবি। সিএবি সূত্রে জানানো হয়েছে যে যেহেতু শেষ দুদিনের খেলা হয়নি তাই সেই দিন গুলির টিকিটের দাম ফিরিয়ে দেওয়া হবে দর্শকদের।

19789724552d683be49978164ac943d170a0486f9

টিকিট কেটেও ঐতিহাসিক ম্যাচ দেখতে না পাওয়ার যন্ত্রনা যে কতটা সেটা শুধুমাত্র সেই সমস্ত ক্রিকেট ভক্তরাই বুঝবে যারা টিকিট কেটেও ভারতীয় দলের ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট দেখতে পায় নি। মনে করা হচ্ছে এমন পরিস্থিতিতে সিএবির এই টাকা ফেরৎ এর সিদ্ধান্ত তাদের আঘাতে কিছুটা হলেও মলম দেবে। সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন সোমবার সিএবিতে ছুটি ছিল আর তাই আগামী মঙ্গলবার থেকে টিকিটের মূল্য ফেরৎ দিতে শুরু করবে সিএবি। বিশেজ্ঞরা মনে করছেন সিএবির এই সিদ্ধান্ত টেস্ট ম্যাচে টিকিট বিক্রির চাহিদা আরও বৃদ্ধি করবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর