বাংলা হান্ট ডেস্কঃ CAG-এর রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিহারে আরও একবার দুর্নীতির গন্ধ পাওয়া গেল। এবার উর্দি আর ভর্তি দুর্নীতি না। এবার বডিগার্ড নিয়োগ নিয়ে দুর্নীতি প্রকাশ্যে এসেছে। RTI এর মাধ্যমে CAG রিপোর্টে যেই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে, সেটি হল সিস্টেমের ষড়যন্ত্রের কারণে বডিগার্ড দুর্নীতি মামলায় রাজ্য সরকারের ১০০ কোটি টাকার বেশি জলে গিয়েছে।
RTI অ্যাক্টিভিস্ট শিবপ্রকাশ রায় বডিগার্ড নিয়োগ মামলায় RTI করে তথ্য চেয়েছিলেন। CAG এর কাছে চাওয়া এই তথ্যতে রাজ্যের একডজন জেলা থেকে আর্থিক তছরুপের মামলা সামনে এসেছে। ক্যাগ রিপোর্টে খোলসা হয়েছে যে, সরকার অরবল জেলায় সবথেকে বেশি ১.২৪ কোটি টাকা বডিগার্ডের উপর খরচ করেছে। আর অররিয়া জেলায় ১ কোটি টাকার তছরুপের মামলা সামনে এসেছে। এছাড়া সমস্তিপুরে ১ কোটি, পাটনায় ৮৭ লক্ষ, গয়ায় ৭৩ লক্ষ আর বক্সর জেলায় ৪৪ লক্ষ টাকা খরচ হয়েছে। এর পাশাপাশি অন্য জেলা গুলোতেও ব্যক্তিগত বডিগার্ডে বিপুল খরচ করা হয়েছে। এরফলে সরকারের অনেক টাকার ক্ষতি হয়েছে।
RTI অ্যাক্টিভিস্ট নিয়মের কথা উল্লেখ করে বলেন, হাইকোর্টের পরিস্কার আদেশ আছে যে, সরকার তাঁদের উপরেই বডিগার্ডে খরচ করতে পারে যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত অথবা যাদের প্রাণনাশের কোনও প্রকারের আশঙ্কা আছে। কিন্তু রিপোর্টে বলা হয়েছে যে, অপরাধিক কাজের সঙ্গে যুক্ত আর ফিল্ম মাফিয়াদেরও বডিগার্ড দেওয়া হয়েছে। আর তাঁদের নিরাপত্তা দিয়ে তাঁদের থেকে টাকাও নেওয়া হয়নি। আরটিআই কর্মী জানান, যদি তাঁদের থেকে টাকা না নেওয়া হয়, তাহলে তিনি সরকারের বিরুদ্ধে আদালতে যাবেন।
আপনাদের বলে রাখি, ২০১৭ থেকে শুরু করে ২০২১ পর্যন্ত বডিগার্ড নিয়োগে দুর্নীতি করা হয়েছে। ক্যাগের রিপোর্ট বিহার পুলিশকে অবগত করানো হয়েছে আর বিহারের বেশ কয়েকটি জেলার জেলাশাসক এবং এসপি’র বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। তাঁদের উপর সরকারি রাজস্বের ইচ্ছে করে ক্ষতি করার অভিযোগ উঠেছে।