অনলাইন শপিং-এ বিদেশী অ্যাপকে টক্কর দিতে চালু হল ভারত ই-মার্কেট অ্যাপ

অনলাইন শপিং-এ এবার চালু হল দেশীয় প্ল্যাটফর্ম ভারত ই মার্কেট (Bharat e Market) অ্যাপ। বস্তুত ভারতে অনলাইন শপিংয়ের ক্রেজ ক্রমশ বাড়ছে। করোনা অতিমারিতে লকডাউনের কারণে লোকদের মধ্যে অনলাইন শপিংয়ের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে, ভারত সরকার এখন অনলাইন শপিংয়ের জন্য একটি নতুন দেশীয় অ্যাপ চালু করেছে।

যার নাম ভারত ই-মার্কেট (Bharat e Market) অ্যাপ। সুতরাং, ব্যবহারকারীদের আর শপিংয়ের জন্য বিদেশী সংস্থাগুলির পোর্টালের উপর নির্ভর করতে হবে না। ভারতের এই নতুন অ্যাপটি অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অ্যাপ্লিকেশনগুলির কাছে আরও একটি বড় প্রতিযোগী হয়ে উঠবে বলে বিশেশজ্ঞদের। পাশাপাশি গ্রাহকরাও আরও একটি নতুন এবং বড় প্ল্যাটফর্ম পাবেন।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতের আট বছরের বেশি পুরনো ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স-সিএআইটি (Confederation of All India Traders-CAIT) দিল্লিতে বিক্রেতার মোবাইল অ্যাপ্লিকেশন ‘ভারত ই মার্কেট’ চালু করেছে।

bharat e market ians 23

এই অ্যাপটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল ভিশনে তৈরি করা হয়েছে। সিএআইটি (CAIT) দাবি করেছে যে, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে সাত লক্ষ ব্যবসায়ী এই প্ল্যাটফর্মটিতে যোগ দেবেন এবং ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রায় এক কোটি ব্যবসায়ী এই প্ল্যাটফর্মে যুক্ত হবে। যা এটিকে বিশ্ব স্তরেও নিয়ে যাবে।

জেনে রাখুন ভারত ই-মার্কেট সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য –

১. এই পোর্টালে বিজনেস টু বিজনেস (ব্যাবসায়ী থেকে ব্যাবসায়ী বা B2B) এবং বিজনেস টু কনজিউমার (ব্যাবসায়ী থেকে ক্রেতা বা B2C) তাদের পণ্য বিক্রি ও কিনতে পারবেন।

২. এই পোর্টালে ‘ই-শপ’ খোলার জন্য, প্রতিটি ব্যবহারকারীকে প্রথমে মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেকে নিবন্ধন করতে হবে।

৩. একটি ভাল বিষয় হল এতে লিপিবদ্ধ কোনও তথ্যই ভারত ছাড়া অন্য কোনও দেশে যাবে না, কারণ এটি সম্পূর্ণ ঘরোয়া অ্যাপ্লিকেশন, সুতরাং সমস্ত ডেটা দেশে থাকবে এবং এটি বিক্রি হবে না।

৪. এই প্ল্যাটফর্মের জন্য কোনও বৈদেশিক তহবিল গ্রহণ করা হবে না, অর্থাৎ কোনও ধরণের বৈদেশিক বিনিয়োগ থাকবে না।

৫. এই পোর্টালে কোনও বিক্রয়কারী চাইনিজ পণ্য বিক্রি করতে পারবে না, অর্থাৎ দেশীয় ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার জন্য চীনা পণ্যগুলি ক্রয় করা হবে না।

৬. এর জাতীয় ও আন্তর্জাতিক বাজারগুলি দেশজুড়ে ছড়িয়ে থাকা স্থানীয় কারিগর, শিল্পী এবং ছোট নির্মাতারা এবং ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে।

৭. ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ভাল বিষয়টি এই পোর্টালে ব্যবসা করার জন্য কোনও কমিশনকে নেওয়া হবে না।


সম্পর্কিত খবর