বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক মাস ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) সংক্রান্ত একের পর এক মামলা উঠছে আদালতের কাঠগড়ায়। রাজ্য জুড়ে চলছে একাধিক দুর্নীতি বিষয়ক মামলা। সেই প্রসঙ্গে বারংবার আদালতের নিশানায় দেখা গিয়েছে রাজ্য সরকার সহ পর্ষদের ভূমিকা। এর আগে বহুবার এজলাসে বসে পর্ষদের প্রতি অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High court ) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay)। আদালতেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকবার।
তবে কিছুদিন আগেই আদালতে বিচারকের আসনে বসে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছিলেন বিচারপতি। বলেছিলেন ‘ ভালো কাজ করেছে মুখ্যমন্ত্রী।’ এবার ফের একবার রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee ) ভূঁয়সী প্রশংসা শোনা গেলো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে। বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলার শুনানি চলছিল। সেখানেই পর্ষদ ও মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় বিচারপতির কণ্ঠে।
ঠিক কি মন্তব্য করলেন বিচারপতি? তিনি বলেন, “শিক্ষা পর্ষদ যদি ভাল কাজ করে তার প্রশংসা আমি করবই। আবার সরকারের যদি ভূমিকা সঠিক থাকে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রশংসা করব।” শুধু তাই নয় এর পাশাপাশি তিনি আরও বলেন, “আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও আমি করব। এর পেছনে অন্য কোনও কারণ নেই।”