স্ত্রীকে ‘লুকিয়ে’ রেখেছে ডাক্তার মেয়ে! সোজা হাইকোর্টে ছুটলেন চিকিৎসক পিতা! তারপর যা হল…

বাংলা হান্ট ডেস্কঃ স্ত্রীকে ফেরত দিচ্ছে না মেয়ে! বিগত প্রায় এক মাস ধরে স্ত্রীয়ের সঙ্গে কোনও রকম যোগাযোগ নেই। ডাক্তার কন্যার দাবি না মানার কারণে এভাবে প্রতিশোধ নিচ্ছে সে! এবার বউকে ফেরত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন চিকিৎসক পিতা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। আগামী ১৬ জানুয়ারি বিচারপতি অপূর্ব সিনহা রায় (Justice Apurba Sinha Roy) ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Justice Arijit Banerjee) ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।

স্ত্রীকে ফেরত চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ প্রবীণ চিকিৎসক!

জানা যাচ্ছে, স্ত্রী এবং মেয়েকে নিয়ে কসবার একটি আবাসনে থাকতেন ওই মামলাকারী চিকিৎসক। ২০১২ সালে তিনি অবসরর নিয়েছেন। তাঁর কন্যাও পেশায় একজন ডাক্তার। মামলাকারী জানিয়েছেন, কয়েক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁর মেয়ে। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধে সে। দ্বিতীয় বিয়ের পর থেকেই মেয়ের আচরণে পরিবর্তন আসতে শুরু করে।

প্রবীণ চিকিৎসকের দাবি, সম্প্রতি চেম্বার খুলতে চেয়ে তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করেন ডাক্তার কন্যা। বসবাসের ফ্ল্যাট বিক্রি করে সেই টাকা নেওয়ার দাবি করেন মেয়ে। কিন্তু তাতে রাজি ছিলেন না মামলাকারী। তখনই নাকি মেয়ে হুমকি দেন, বাবার থেকে মাকে তিনি লুকিয়ে রাখবেন। চিকিৎসক (Doctor) বৃদ্ধের অভিযোগ, পরবর্তীকালে এমনটাই হয়।

আরও পড়ুনঃ জেলবন্দি পার্থকে নিয়ে বড় খবর! CBI এবার যা দাবি করল … বড় বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী?

হাইকোর্টের (Calcutta High Court) কাছে ৭৫ বছর বয়সি মামলাকারীর আবেদন, তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হোক। তিনি জানিয়েছেন, এই বয়সে স্ত্রীকে ছাড়া তাঁর একেবারেই চলে না। সেই কারণে স্ত্রীকে ফেরানোর ব্যবস্থা করুক আদালত। মামলাকারীর আরও দাবি, এই বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। পাল্টা পুলিশ জানিয়েছে, ওই দম্পতির ৪২ বছরের দাম্পত্য জীবন। তবে বৃদ্ধ বয়সে স্ত্রীয়ের ওপর অত্যাচার শুরু করেছেন প্রবীণ চিকিৎসক। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও রয়েছে।

Calcutta High Court

বৃদ্ধের দাবি, গত ৩ ডিসেম্বর তাঁর স্ত্রীকে নিয়ে যান তাঁর মেয়ে। এরপর থেকে আর ফিরিয়ে দেননি। ফোনে যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। স্ত্রীকে আটকে রাখার অভিযোগ তুলেছেন মামলাকারীর। গত ২৪ ডিসেম্বর এই নিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। প্রবীণ চিকিৎসক হাইকোর্টে (Calcutta High Court) জানিয়েছেন, স্ত্রীয়ের সঙ্গে তাঁর মানসিক মিল রয়েছে। দু’জনের মধ্যে কোনও অসুবিধা নেই।

এদিকে পুলিশ সূত্রে আবার জানা যাচ্ছে ‘অন্য কথা’। তাঁদের দাবি, একতরফাভাবে ওই বৃদ্ধ মামলায় যে সকল অভিযোগ এনেছেন তার সম্পূর্ণটা সঠিক নয়। অভিযোগ আসার পর পদক্ষেপ নেওয়া হয়েছিল। তদন্তের পর দেখা যায়, ওই বৃদ্ধের বিরুদ্ধে স্ত্রীয়ের ওপর অত্যাচার করার অভিযোগ রয়েছে।

অন্যদিকে মামলাকারীর আইনজীবী জানান, তাঁর মক্কেল ও মক্কেলের স্ত্রী দু’জনেই প্রাপ্তবয়স্ক। সংবিধান অনুসারে, স্ত্রীয়ের সঙ্গে স্বামীর থাকার অধিকার আছে। সেখানে মেয়ে বাধা দিতে পারেন না। ইতিমধ্যেই এই মামলা গ্রহণ করেছে হাইকোর্ট (Calcutta High Court)। শুনানির দিন কী হয় সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর