‘বৃহস্পতিবার…’! বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে হাইকোর্টে মামলা, বিরাট নির্দেশ প্রধান বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁর পদত্যাগের দাবিতে সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা। সোম পেরিয়ে সেই কর্মসূচি শেষ হয় মঙ্গলবার। এবার সিপি পদত্যাগের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন এক আইনজীবী।

  • বিনীত গোয়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ (Calcutta High Court)!

জানা যাচ্ছে, অমৃতা পাণ্ডে নামের এক আইনজীবী বিনীত গোয়েলের ইস্তফার দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও পুলিশ কমিশনার সেটিকে অগ্রাহ্য করে সংবাদমাধ্যমে আরজি কর কাণ্ডের নির্যাতিতার নাম জানিয়েছেন। বিনীত গোয়েলের (Vineet Kumar Goyal) ইস্তফার দাবি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা করার আবেদন জানিয়েছেন অমৃতা।

  • কী বললেন জাস্টিস শিবজ্ঞানম?

এদিন প্রধান বিচারপতি জানতে চান, ‘বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। সেখানে কেন যাচ্ছেন না?’ একইসঙ্গে স্পষ্ট করে দেন, বর্তমানে আরজি কর মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। হাইকোর্টে এই বিষয়ে কোনও শুনানি নয়। কিছুদিন অপেক্ষা করার পর জাস্টিস শিবজ্ঞানম (Justice TS Sivagnanam) এই নির্দেশ দেন।

আরও পড়ুনঃ আজ থেকেই বদলাবে আবহাওয়া! গরম কাটিয়ে ফের বৃষ্টির পূর্বাভাস, কবে কোন জেলায়?

আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। সেদিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে মামলার আবেদন করা যেতে পারে। যেহেতু বর্তমানে আরজি কর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই হাইকোর্টে (Calcutta High Court) এই বিষয়ে কোনও শুনানি হবে না।

উল্লেখ্য, সোমবার বিনীত গোয়েলের ইস্তফার দাবি জানিয়ে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। লালবাজার পৌঁছনোর আগেই অবশ্য মিছিল থামিয়ে দেয় পুলিশ। ‘লৌহকপাটে’র সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসেন আন্দোলনকারীরা। প্রায় ২২ ঘণ্টা টানাপোড়েনের পর মঙ্গলবার মাথা নোয়াতে বাধ্য হয় পুলিশ! সরানো হয় ব্যারিকেড, খুলে দেওয়া হয় শিকল।

Calcutta High Court

বেন্টিঙ্ক স্ট্রিট অবধি এগোয় চিকিৎসকদের মিছিল। এরপর লালবাজারে প্রবেশ করেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদল। মঙ্গলবার সন্ধ্যায় বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন তাঁরা। তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। এবার এক আইনজীবী কলকাতার পুলিশ কমিশনারের দাবি জানিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন। আগামীকাল আরজি কর মামলার শুনানি রয়েছে। সেদিন সিপির ইস্তফার দাবি জানিয়ে আবেদন করা হয় কিনা দেখার।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর