CBI জেরা চলছে! এর মাঝে হাইকোর্টে ছুটলেন সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডে নয়া মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তারপর থেকে বহুবার সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। টানা ৬ দিন ধরে সিবিআই জেরার সম্মুখীন হচ্ছেন। এর মাঝেই আচমকা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ছুটলেন তিনি।

হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ সন্দীপ ঘোষ!

আরজি কর কাণ্ডের আবহে এর আগেও একবার উচ্চ আদালতে ছুটেছিলেন প্রাক্তন অধ্যক্ষ।  সেবার বিশেষ সুরাহা হয়নি। এবার ফের একবার হাইকোর্টে দৌড়লেন তিনি। সন্দীপের দাবি, তাঁর পরিবারকে নিশানা করা হচ্ছে। তাই এবার পরিবারের নিরাপত্তার আর্জি জানিয়ে মামলা করেছেন তিনি। আজ দুপুর ২টো নাগাদ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুনানি হবে।

এর আগে আরজি করের (RG Kar Incident) প্রাক্তন অধ্যক্ষ বলেছিলেন, তাঁকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে হচ্ছে। এবার দাবি করলেন, তাঁর পরিবারও রেহাই পাচ্ছেন না। স্ত্রী, বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে থাকেন তিনি। এখন তাঁদেরও টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। এর আগে এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সন্দীপ বলেছিলেন, আগে থেকে কোনও ভাবেই যেন তাঁকে অভিযুক্ত না দাগিয়ে দেওয়া না হয়। এবার এই আবহে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

আরও পড়ুনঃ রাস্তার বেহাল দশা! সরকারি বিভাগের ওপর চটে লাল, চরম পদক্ষেপ চুঁচুড়ার তৃণমূল বিধায়কের!

এদিকে শুক্রবার মাঝরাস্তা থেকে সন্দীপকে (Sandip Ghosh) পাকড়াও করেছিল সিবিআই। সেদিন থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। শুক্রবার থেকে বুধবার অবধি টানা ৬ দিন সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। সেই সঙ্গেই আজও তাঁকে তলব করেছে লালবাজার।

Calcutta High Court

সূত্র মারফৎ জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডে সন্দীপ যে বয়ান দিয়েছেন তাতে কোনও ভাবেই সন্তুষ্ট হতে পারছে না সিবিআই। সেই কারণে রোজ ঘণ্টার পর ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। এখনও অবধি প্রায় ৬০ ঘণ্টা জেরা করা হয়েছে বলে খবর। এসবের মাঝেই পরিবারের নিরাপত্তার আর্জি জানিয়ে হাইকোর্টে (Calcutta High Court) ছুটলেন সন্দীপ।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর