স্পেনের পর হঠাৎ কেন আমেরিকা যাচ্ছেন তৃণমূলের কুণাল ঘোষ! এবার সামনে এল ‘আসল’ কারণ

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেই স্পেনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। গত শনিবারই সফর সেরে দেশে ফিরেছেন সকলে। এরই মধ্যে ফের আমেরিকা (America) যাচ্ছেন কুণালবাবু। কলকাতা হাই কোর্ট (Calcutta HC) তরফে মিলল অনুমতিও।

আমেরিকা যাওয়ার আর্জি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। আর তাতেই মিলল সম্মতি। এদিন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ তরফে এই অনুমোদন দেওয়া হয়। এখনই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে পারবেন নেতা।

প্রসঙ্গত, ২০১৬ সালে সারদা মামলায় জামিন পান তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেইসময় তার রাজ্যের বাইরে যাওয়ার উপর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অর্থাৎ রাজ্যের বাইরে যেতে চাইলে প্রথমে তাকে আদালতের অনুমতি নিতে হবে, এমনটাই নির্দেশ ছিল। সেই নির্দেশ মেনেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন নেতা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে মাথা ঘুরে যাওয়া মোড়! এবার প্রভাবশালীর ফোনে সুজয়কৃষ্ণর হোয়াটসঅ্যাপ চ্যাট

kunal hc

কিছুদিন আগে স্পেন সফরে যাওয়ার আগেও তিনি আদালতের অনুমোদন নিয়েছিলেন। সেই সময় সিবিআই আপত্তি জানালেও এবারে আর জানায় নি। কিছুদিন আগেই কুণাল ঘোষের আইনজীবী আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন, সম্প্রতি স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন তার মক্কেল। আগে সিঙ্গাপুরেও গিয়েছিলেন। তবে কোনও বারই আইনভঙ্গ করেননি।

কেন আমেরিকা যাচ্ছেন তৃণমূল নেতা?‌ সূত্রের খবর কুণাল বাবুর ছেলে আমেরিকায় পড়াশোনা করছে। বাবা হয়ে ছেলেকে দেখতেই আমেরিকা যাচ্ছেন তিনি। তবে ঠিক কবে নেতা যাচ্ছেন সেই বিষয়ে এখনও কোনও খবর মেলেনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর