পুলিশি চাপে স্ট্রেচারে করে থানায় ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ! অমানবিক আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে কার্যত বাধ্য করে স্ট্রেচারে করে থানায় নিয়ে আসা হল। শুধু তাই নয়, অনেক রাত অবধি থানায় বসিয়ে রেখে মানসিক অত্যাচার করার অভিযোগও আনা হয়েছে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি।

  • মামলা দায়েরের অনুমতি দিল উচ্চ আদালত (Calcutta High Court)!

জানা যাচ্ছে, গত মার্চ মাসে দালালের মাধ্যমে আসা একজন যুবককে নিজেদের মহারাজা টেগোর রোডের এক কামরার ফ্ল্যাট (Flat) ভাড়া দিয়েছিলেন শহর কলকাতার এক বৃদ্ধ দম্পতি। অক্টোবর মাসে ওই যুবক ফ্ল্যাট ছেড়ে দেন। নভেম্বরে ফের ওই ফ্ল্যাট ভাড়া নিতে চান ওই যুবক। তবে রাজি হননি বৃদ্ধ দম্পতি। এরপরেই শুরু হয় ‘অত্যাচার’!

ওই ফ্ল্যাটের মালিকের বয়স প্রায় ৮০ বছর। ফোর্থ স্টেজ ক্যান্সার আক্রান্ত তিনি। তাঁদের মেয়ে আইনজীবী। অভিযোগ, ওই বৃদ্ধ দম্পতির ফ্ল্যাট ফের ভাড়া নেওয়ার জন্য প্রথমে ফোনে হুমকি দেওয়া শুরু করে ওই যুবক। এরপর অশীতিপর বৃদ্ধকে মারধরে করে ফ্ল্যাট থেকে বের করে দেন বলে অভিযোগ। এই নিয়ে লেক থানায় (Lake Police Station) অভিযোগ দায়ের করা হয়। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানার দ্বারস্থ হয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি। তবে তখন পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। তবে এবার তাঁরা অভিযুক্ত যুবকের পক্ষে তৎপর হয়ে ওঠেন বলে দাবি।

আরও পড়ুনঃ কুখ্যাত হিসেবে পরিচিত! ‘এই’ দুই থানার ওপর ‘ক্ষুব্ধ’ বিচারপতি! বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

অভিযোগ, এরপর তদন্তকারী অফিসার এবং সংশ্লিষ্ট থানার ওসি বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। তদন্তকারী অফিসার অভিযুক্ত যুবককে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে সবটা মিটমাট করে নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ। তবে বৃদ্ধ দম্পতি সেকথা না মানায় উল্টে তাঁদেরই অভিযুক্ত হিসেবে নোটিশ পাঠিয়ে বৃহস্পতিবার থানায় তলব করা হয়।

এদিকে বৃদ্ধ ফোর্থ স্টেজ ক্যান্সার (Cancer) আক্রান্ত। সেই কারণে পুলিশকে বাড়িতে আসার অনুরোধ জানানো হয়। প্রথমে তা মানলেও পরবর্তীতে বেঁকে বসে পুলিশ। এরপর তদন্তকারী অফিসার এমন পরিস্থিতি তৈরি করেন, যার ফলে বাধ্য হয়ে স্ট্রেচার, অ্যাম্বুলেন্স জোগাড় করে বৃদ্ধকে থানায় উপস্থিত (অন্যথায় গ্রেফতার করা হতে পারে) হতে হয়।

Calcutta High Court

অভিযোগ, আইনজীবী নিয়ে থানায় এসে ওই বৃদ্ধ দম্পতি দেখেন তদন্তকারী অফিসারের সঙ্গে চা খাচ্ছেন অভিযুক্ত যুবক। তাঁকে যদি ১ লক্ষ ২০ হাজার টাকা না দেওয়া হয়, তাহলে একইরকমভাবে ফের দৌড় করানোর হুমকি দেওয়া হয়। এই নিয়ে এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই দম্পতি।

পরিবারের আইনজীবীদের তরফ থেকে উচ্চ আদালতের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিষয়টি উত্থাপন করা হয়। জানানো হয়, পুলিশের ‘নির্দেশ’ মতো টাকা দিতেও রাজি হয়ে গিয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি। তা সত্ত্বেও অনেক রাত অবধি থানায় বসিয়ে তাঁদের মানসিক অত্যাচার করা হয়। ১৭ ডিসেম্বর পুনরায় তাঁদের তলব করা হয়। সব শোনার পর মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি ঘোষ। আগামী সোমবার শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর