তদন্তে সহযোগিতা করতে কি সমস্যা? নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে যুক্ত করার নির্দেশ HC-র

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরেছিল অভিষেক মামলা। কুন্তল ঘোষ সংক্রান্ত নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলা স্থানান্তরিত হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সোমবার তার শুননিতে বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

সূত্রের খবর, এদিন বিচারপতি সিনহা প্রশ্ন করে বলেন, ‘তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়?’ এরপরেই এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, পূর্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। তবে আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলে স্বস্তি পান অভিষেক। তবে এদিন হাইকোর্টের নির্দেশে সেই স্বস্তি ক্ষণস্থায়ী হল। প্রসঙ্গত, গত মাসে ইডি, সিবিআই এর বিরুদ্ধে আদালতে চিঠি দিয়ে নালিশ ঠোকেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। তার অভিযোগ, ইডি, সিবিআই তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে।

সেই চিঠির প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান যে প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যান অভিষেক। সেই মামলার শুনানিতেই বিচারপতি গাঙ্গুলির সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের বিষয়টি তুলে ধরেন তার আইনজীবী। বলা হয়, সংবাদমাধ্যমে যে সাক্ষাৎকার বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তাতে অভিষেকের প্রতি তার বিরূপ মনোভাব ফুটে উঠেছে।

high court

এরপরেই বিচারাধীন বিষয়ে একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কারণে সেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি শীর্ষ আদালতের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয় ।

 


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর