অভিষেকের স্ত্রী-শ্যালিকার বিরুদ্ধে সোনা পাচারের মামলা! শুল্ক দফতরের তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি মামলায় তদন্ত অগ্রসর করেন নিয়ে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। এর মাঝেই সম্প্রতি সিবিআইয়ের (CBI) তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় আদালতকে আর এবার শুল্ক দফতরের (Customs Department) তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।

একটি মামলার শুনানি চলাকালী হাইকোর্টের দুই বিচারপতি শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্য কেন্দ্রীয় শুল্ক দফতরের উদ্দেশ্যে এদিন প্রশ্ন ছুড়ে দেন, “দুই বছর ধরে তদন্ত চললেও এখনো পর্যন্ত শেষ করা গেল না কেন?”

কোন মামলার শুনানি চলাকালীন এদিন অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট? মামলাটি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দুই বছর পূর্বে তাদের বিরুদ্ধে সোনা পাচার করার অভিযোগ প্রকাশ্যে আনে শুল্ক দফতর। সেই মামলাটির শুনানি চলাকালীনই এদিন প্রশ্ন তুলে দিলেন হাইকোর্টের বিচারপতি।

উল্লেখ্য, বর্তমানে একের পর এক দুর্নীতি মামলায় সরগরম বঙ্গ রাজনীতি। নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে এর আগে একাধিকবার তলবের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, এ মামলায় অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পাশাপাশি তৃণমূল নেতার শ্যালিকা মেনকা গম্ভীরকেও জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনকি, পরবর্তীতে মেনকার বিদেশযাত্রাতেও আপত্তি তোলে তারা।

এ সকল মামলার পাশাপাশি বর্তমানে কলকাতা হাইকোর্টে অভিষেকের স্ত্রী এবং শ্যালিকার বিরুদ্ধে সোনা পাচারের মামলাটি চলছে; যার শুনানি চলাকালীন এদিন শুল্ক দফতরের তদন্তের উপর প্রশ্ন তুলে দিয়েছে আদালত। উল্লেখ্য, রুজিরা এবং মেনকা গম্ভীরের বিরুদ্ধে সোনা পাচারের মামলায় আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতেই রয়েছেন তারা।

kolkata highcourt

এক্ষেত্রে ২০১৯ সালে ব্যাঙ্কক থেকে কলকাতা বিমানবন্দরে আসার মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে দু কেজি সোনা সহ ধরা হয় বলে অভিযোগ শুল্ক দফতরের। এরপর থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি আদালতে মামলা চলে। তবে একটি মামলার তদন্তে দুই বছর সময় কেটে গেলেও এখনো পর্যন্ত কেন শেষ করা গেল না, সে বিষয়ে এদিন শুল্ক দফতরকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলো কলকাতা হাইকোর্ট।


Sayan Das

সম্পর্কিত খবর