বাতিল হয়ে যাবে ২০১৪-র টেট পরীক্ষা! হাইকোর্টের বিচারপতির হুঁশিয়ারিতে আতঙ্কে শিক্ষকরা

বাংলা হান্ট ডেস্কঃ বাতিল হয়ে যাবে সম্পূর্ণ প্যানেল! প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এবার কার্যত হুঁশিয়ারি দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজশেখর মান্থা। ২০১৪-র টেট পরীক্ষায় কারচুপির অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। এবার এই মামলাতেই সিবিআইকে আসল ওএমআর শিটের স্ক্যান কপি খোঁজার নির্দেশ দিল আদালত।

সিবিআই (CBI) যদি ওএমআর শিটের আসল তথ্য খুঁজতে ব্যর্থ হয় তাহলে ২০১৪ টেট পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাদ দেওয়া হবে বলে সতর্ক করেন জাস্টিস মান্থা (Justice Rajasekhar Mantha)। দরকার পড়লে ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে তল্লাশি চালাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, মঙ্গলবারের শুনানিতে এই নির্দেশ দেয় হাই কোর্ট।

এদিন বিচারপতি মান্থা বলেন, ডিজিটাল তথ্য এত সহজে নষ্ট হয়ে যায় না। মঙ্গলে গেলেও তথ্য পাওয়া অসম্ভব নয়। তা সত্ত্বেও যদি তথ্য না পাওয়া যায়, সেক্ষেত্রে সম্পূর্ণ নিয়োগ পরীক্ষা বাতিল করতে বাধ্য হবে আদালত। এদিন তদন্ত প্রক্রিয়া নিয়ে খানিক অসন্তোষ প্রকাশ করতেও দেখা যায় বিচারপতিকে।

আরও পড়ুনঃ মহিলাদের চুমু, খোলা পিঠে হাত! প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী খগেন

২০১৪ টেট (2014 TET) সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। এদিন তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করে বিচারপতি বলেন, ‘ওএমআর শিটের আসল তথ্য খুঁজে বের করতে হবে। কী ভাবে নিয়োগ হয়েছে, দুর্নীতিটাও বা কোথাও হয়েছে সেই বিষয়ে আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট জমা দিয়ে পরিষ্কার করে জানাতে হবে।

আজ শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী জানান, তদন্তে জানা গিয়েছে ৩০৪ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। চার্জশিট ও অতিরিক্ত চার্জশিট ইতিমধ্যেই ফাইল করা হয়েছে বলে জানান তিনি। এদিন জাস্টিস মান্থা বলেন, এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির বহু রিপোর্ট আদালতে আসেনি। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সেগুলি পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে।

calcutta high court justice rajasekhar mantha

প্রসঙ্গত, রাজনীতিতে যোগদানের আগে তথা বিচারপতি পদে আসীন থাকাকালীন প্রাথমিক নিয়োগের ওএমআরশিট মামলাগুলি প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনেছিলেন। তবে বর্তমানে সেই মামলার শুনানি হচ্ছে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। আজ ২০১৪ টেটের একটি মামলাতেই সম্পূর্ণ নিয়োগ বাতিলের হুঁশিয়ারি দেন তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর