‘দাগি’ বিচারপতি! চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের আইনজীবীরা, আসরে চিফ জাস্টিস

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগেই শোনা গিয়েছিল আপত্তির কথা। এবার বিচারপতি দিনেশ কুমার শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত আইনজীবীদের! এই নিয়ে সংগঠনগুলিকে চিঠি লিখলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আইনজীবীদের সিদ্ধান্ত বদলের জন্য তিনি চিঠি দিয়েছেন।

হাইকোর্টে বিতর্ক তুঙ্গে-Calcutta High Court

চিঠিতে প্রধান বিচারপতি লিখেছেন, ‘ঐতিহ্য ও সংস্কৃতির এই গৌরবময় জায়গায় আমি অনেক ভালোবাসা, আতিথেয়তা এবং স্নেহ পেয়েছি। বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কথা মাথায় রেখে, আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য এই চিঠি লিখছি।’ সকলে মিলে সঙ্ঘবদ্ধ হয়ে হাইকোর্টকে আরও গর্বিত করে
তোলার কথা বলেছেন প্রধান বিচারপতি।

তিনি আরও লেখেন, ‘আমাদের হাইকোর্ট দেশের অন্যতম পুরনো। এই আদালতের আইনজীবীরা অন্য আদালত থেকে বদলি হয়ে আসা বিচারপতিদের শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের স্বাগত জানায়। আসুন আমরা সকলে মিলে প্রতিষ্ঠানের পরম্পরা এগিয়ে নিয়ে যাই।’

সম্প্রতি শোনা যায় দিল্লি হাইকোর্টের (Delhi High Court) থেকে বদলি হয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আসছেন বিচারপতি দিনেশ কুমার শর্মা। সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম তরফে বদলির সুপারিশ করা হয়। জারি হয় নির্দেশিকা। এদিকে সম্প্রতি সেই নির্দেশিকা স্থগিত করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেন কলকাতা হাই কোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন।

চিঠিতে বিচারপতি দিনেশ কুমার শর্মা সম্পর্কে কিছু নির্দিষ্ট ‘বিতর্কের’ কথার উল্লেখ করা হয়। তাদের কথায়, কলকাতা হাই কোর্ট ডাম্পিং গ্রাউন্ড নয় যে ‘দাগি’ বিচারপতিকে এখানে বদলি করা হবে।পাশাপাশি অবসরের কিছু সময় আগে বিচারপতিদের কলকাতা হাই কোর্টে বদলি করার ঘটনার উল্লেখ করা হয়। তবে তাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।

Widow sister in law is not family Calcutta High Court said in a case

আরও পড়ুন: আগুন লাগলেই খবর পৌঁছয় ‘ফায়ার ব্রিগেডে’! কিন্তু বাংলায় কীভাবে ‘দমকল’ নাম হল জানেন?

এরপরই আইনজীবী সংগঠনগুলি হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে নবনির্বাচিত বিচারকের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা জানানো হয়। সেই সিদ্ধান্তই পুনর্বিবেচনার জন্য চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি। এদিকে বিচারপতি দিনেশকুমার শর্মাকে বদলির সিদ্ধান্তের বিরোধীতা করে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত কার্যত কর্মবিরতি পালন করেন হাই কোর্টের আইনজীবীরা। উল্লেখ্য, এর আগে একাধিক ‘অনৈতিক’ সিদ্ধান্তের জেরে বিচারপতি দিনেশকুমার শর্মার নাম নিয়ে চর্চা হয়েছে বলে জানা যায়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X