বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি শোনা যায় দিল্লি হাইকোর্টের (Delhi High Court) থেকে বদলি হয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আসছেন বিচারপতি দিনেশ কুমার শর্মা। গত বৃহস্পরিবারই সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম তরফে বদলির সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে নির্দেশিকা। এবার সেই নির্দেশিকা স্থগিত করার আর্জি জানাল কলকাতা হাই কোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে তারা।
কী বলা হয়েছে চিঠিতে? চিঠিতে বিচারপতি দিনেশ কুমার শর্মা সম্পর্কে কিছু নির্দিষ্ট ‘বিতর্কের’ কথা বলা হয়েছে। পাশাপাশি অবসরের কিছু সময় আগে বিচারপতিদের কলকাতা হাই কোর্টে বদলি করার ঘটনার উল্লেখ করা হচ্ছে। বলা হয়েছে এভাবে স্বল্প সময়ের জন্য বিচারপতি আসলে দিন পরেই ফের বিচারপতি পদ শূন্য হচ্ছে। উল্লেখ্য, বিচারপতি শর্মার অবসরের প্রায় দু’বছর বাকি।
চিঠিতে সংগঠনগুলির তরফে বলা হয়েছে, শূন্য পদ পূরণে বা বিচার ব্যবস্থার প্রশাসনিক রীতি মেনে জাস্টিস শর্মাকে বদলি করা হয়েছে, এটা পুরোপুরি মানতে পারছে না তারা। উল্টে সম্প্রতি ওঠা কিছু অভিযোগের ভিত্তিতেই এই বদলি বলে আশঙ্কা আইনজীবী সংগঠনগুলির।
সূত্রের খবর, প্রধান বিচারপতিকে দেওয়া চিঠির সাথে বিচারপতি শর্মার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের প্রতিলিপিও দেওয়া হয়েছে। ফলত দেশের প্রাচীনতম হাইকোর্টে নয়া বিচারপতির আগমনের খবরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! রামনবমীতে রাজ্যজুড়ে বন্ধ থাকবে মাছ-মাংসের দোকান
প্রসঙ্গত, বর্তমানে দিল্লি হাইকোর্টের ১৮তম প্রবীণ বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি শর্মা। যদিও দিল্লি হাইকোর্টে তিনি বেশি বছর নেই। ২০২২ সালেই দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারপতি। পূর্বে দিল্লির জেলা ও সেশন বিচারক এবং দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার (ভিজিল্যান্স) হিসেবে কাজ করেছেন জাস্টিস শর্মা।