বাংলা হান্ট ডেস্কঃ এদেশের প্রাচীনতম হাইকোর্ট হল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১৮৬২ সালে স্থাপিত এই উচ্চ আদালত এদেশের অন্যতম চার্টার্ড হাইকোর্টও। এবার এই আদালতের তরফ থেকেই নেওয়া হল বড় সিদ্ধান্ত। এখানে জামিন মামলার (Bail Case) শুনানির ক্ষেত্রে বড় রকমের বদল আসতে চলেছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
জামিন মামলার শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের (Calcutta High Court)!
সম্প্রতি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবার থেকে জামিন সংক্রান্ত কোনও মামলার শুনানি উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে হবে না। যে বেঞ্চে যে মামলার শুনানি চলছে, সেখানেই জামিন মামলারও শুনানি করা হবে।
আদালত সূত্রে খবর, এতদিন অবধি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচার প্রক্রিয়া সম্বন্ধিত রুল ৯(২) অনুযায়ী রাজ্যের উচ্চ আদালতের নানান ডিভিশন বেঞ্চে জামিন সংক্রান্ত মামলাগুলির শুনানি হতো। এক্ষেত্রে বলে রাখি, জামিন সংক্রান্ত মামলা বলতে আগাম জামিন, অন্তর্বর্তী জামিন, জামিন বাতিলের পাল্টা মামলা সহ সব ধরণের মামলা বোঝানো হয়েছে। তবে এবার থেকে সংশ্লিষ্ট সিঙ্গেল বেঞ্চেই এই ধরণের মামলার শুনানি হবে। উচ্চ আদালতের রেজিস্ট্রারের মাধ্যমে জারি করা বিজ্ঞপ্তিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ ডবল অ্যাকশন! মামলা ফিরতেই বড় নির্দেশ দিল হাইকোর্ট, বিপাকে এই সব ‘হেভিওয়েট’!
তবে এই বিষয়ে বেশ কিছু ব্যতিক্রমের কথাও জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও আসামী যদি মৃত্যুদণ্ডের শাস্তি পেয়ে থাকেন অথবা যে সকল আসামী কোনও মামলায় কম করে ৭ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন, তাঁরা নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে যদি উচ্চ আদালতে মামলা রুজু করেন, তাহলে ডিভিশন বেঞ্চেই (Division Bench) সেই মামলার শুনানি হবে।
এছাড়া যে সকল আসামী নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ও যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেয়েছেন, তাঁরা সেই শাস্তি থেকে মুক্তি পেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চাইছেন। তাহলে তাঁদের সেই মামলাগুলির শুনানিও উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে হবে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জামিন মামলার পাহাড় জমে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের প্রশ্ন ছিল, সিঙ্গেল বেঞ্চেই যে মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা, সেটা কেন ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে? এর ফলে মামলার শুনানির প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে বলে পর্যবেক্ষণে জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
এদিকে এর পাল্টা যুক্তি হিসেবে দাবি করা হয়, এদেশের নানান হাইকোর্টের (Calcutta High Court) বিধি আলাদা। কলকাতা হাইকোর্টের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। সেই আলাদা বিধি মেনেই এতদিন এই উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে জামিন সংক্রান্ত মামলার শুনানি হয়ে আসছে। তবে এবার সেই বিধিতেই বদল আনা হল।