বাংলা হান্ট ডেস্কঃ বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হাইকোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বড়সড় বদল আনা হতে চলেছে। যার ফলে এবার থেকে আমূল পরিবর্তন ঘটতে চলেছে বিচারপতিদের বিচার্য বিষয়গুলির ওপর। আগামী সোমবার থেকে এই নীতি কার্যকর করা হবে আর এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত নতুন কোন মামলার শুনানি আর হবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে।
সূত্রের খবর, হাইকোর্ট প্রশাসনের এই নতুন নির্দেশিকার পর থেকে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত আর কোনরকম মামলা শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাঁর পরিবর্তে সকল মামলা উঠবে রাজাশেখর মান্থার বেঞ্চে। তবে অতীতে এসএসসি সংক্রান্ত যে সকল মামলাগুলি ইতিমধ্যেই শুনানি চলছে, সেগুলির দায়িত্বে থাকবেন স্বয়ং অভিজিৎবাবু। একই সঙ্গে আগামী সোমবার থেকে প্রাথমিক শিক্ষা এবং মাদ্রাসা সংক্রান্ত মামলাগুলি বিচার করবেন তিনি।
সূত্রের খবর, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলাগুলি বিচার করবেন বিচারক কৌশিক চন্দ। প্রাথমিক টেট সংক্রান্ত দুর্নীতি এবং এর কারণে প্রাথমিক স্কুলে বেআইনি চাকরির মামলাগুলি এবার থেকে বিচার করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, এতদিন পর্যন্ত পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুনানি হয়ে আসছিল। তবে বর্তমানে এসএসসি মামলাগুলির দায়িত্ব পাওয়ার পর তিনি আর পুলিশি মামলার দায়িত্বে থাকবেন না। পরিবর্তে সেই দায়িত্ব দেওয়া হতে চলেছে বিচারপতি শম্পা সরকারকে।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন পূর্বে বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলে দেন। এ নিয়ে যথেষ্ট জলঘোলা পর্যন্ত হয়। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে হাইকোর্টের এই নতুন নির্দেশিকার পর রাজনৈতিক সমীকরণ এবং মামলাগুলির ভবিষ্যৎ কি দাঁড়ায়, সেটাই প্রধান আলোচ্য বিষয়।