ডিভিশন বেঞ্চে ধাক্কা! ‘৬০ বছর পর্যন্ত..,’ অবসরের বয়স নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ডিভিশন বেঞ্চে বহাল রইল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ। ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে শিক্ষামিত্ররা। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা উঠলে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর একক বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

কী নিয়ে মামলা হাইকোর্টে? Calcutta High Court

২০০৪ সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় পিছিয়ে পড়া, স্কুলছুট ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দিতে শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সেই সময় তাদের মাসিক বেতন ছিল ২৪০০ টাকা। এরপর নয়া সরকার আসতে ২০১৩ সাল থেকে শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে রাজ্য। শিক্ষামিত্র থেকে সরকার তাদের স্বেচ্ছাসেবক করে দেন। পরের বছর অর্থাৎ ২০১৪-র এপ্রিল মাস থেকে শিক্ষামিত্রদের ভাতাও বন্ধ করে দেয় রাজ্য (Government of West Bengal)।

এখানেই শেষ নয়, নির্দেশিকা জারি করে রাজ্য সরকার তাদের ৬০ বছরের আগেই চাকরি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানায়। এই নিয়ে ক্ষোভ বাড়তে থাকে। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই সংক্রান্ত মামলাতেই ২০২৩ সালের কলকাতা হাইকোর্টের বিচারপতি সামন্তের একক বেঞ্চ রায় দেয়, বকেয়া বেতন মিটিয়ে সবাইকে কাজে ফেরাতে হবে।

Calcutta High Court

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলের মাঝেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! নতুন করে ২৩০০ শিক্ষক নিয়োগের পথে রাজ্য

এদিকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দায়ের হয় মামলা। সেই মামলাতেও শিক্ষামিত্রদের পক্ষেই গেল রায়। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল, ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন শিক্ষামিত্ররা। তাদের সেই অধিকার আছে। অর্থাৎ হাইকোর্টের নির্দেশের পর শিক্ষামিত্রদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার ক্ষেত্রে কোনও বাধা থাকল না।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X