৫০ লাখি গাড়ির ব্রেক ফেল! মামলা হতেই কলকাতা হাইকোর্টে যা হল… জোর শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ খ্যাতনামা সংস্থার এক বহুমূল্য গাড়ি (Car) কিনেছিল একটি সংস্থা। তবে সেই গাড়ি কেনার প্রায় বছর দেড়েক পর ও সেই গাড়ি প্রথমবারের জন্য সার্ভিসিংয়ে যাওয়ার মাস ছয়েকের মধ্যে ব্রেকিং সিস্টেম বিগড়ে যায়। এই নিয়ে ওই কার ডিলারের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রুজু করা হয়। এবার সেই মামলা নিয়েই বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

কী বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়্যারেন্টি পিরিয়ডের (Warranty Period) মধ্যেই ওই গাড়ির ব্রেক ফেল হওয়ার ঘটনা ঘটেছিল। সেই কারণে গাড়ির মালিক পক্ষের তরফ থেকে মামলা করে সম্পূর্ণ দাম ফেরত চাওয়া হয়। তাদের দাবি ছিল, ওয়্যারেন্টি পিরিয়ডের মধ্যেই যেহেতু গাড়ির ব্রেক ফেল করেছে, সেই কারণে গাড়ির সম্পূর্ণ দাম ফেরত করতে হবে। তথ্য বলছে, যে গাড়ির ব্রেকিং সিস্টেম বিগড়ে যাওয়া নিয়ে এত তরজা, তার ক্রয়মূল্য ৫০ লাখ ৬০ হাজার টাকা।

গাড়ির মালিক পক্ষ সংস্থার তরফ থেকে এই ঘটনাকে ‘ক্রিমিনাল অফেন্স’ হিসেবেও দাবি করা হয়। যদিও কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই যুক্তি মানেনি। এই মামলায় বিচারপতি অজয় কুমার গুপ্তর পর্যবেক্ষণ, যদি এক্ষেত্রে কোনও ত্রুটি ঘটেও থাকত, তাহলেও সেটা কখনও ফৌজদারি দণ্ডবিধির অধীন হতে পারে না। বরং সেটাকে দেওয়ানি দণ্ডবিধির আওতায় আনা যায়। তবে আদালত মনে করছে, এখানে তেমন কোনও ত্রুটি হয়নি।

আরও পড়ুনঃ ‘যোগ দিতে গিয়ে পারেননি’! BJP-তে যেতে চেয়েছিলেন অভিষেক? সুকান্তর কথায় তোলপাড়

বিচারপতি গুপ্ত (Justice Ajay Kumar Gupta) বলেন, ১৯৮৬ সালের ক্রেতা সুরক্ষা আইনের আওতায় ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহের মামলাগুলি রুজু করা যেতে পারে। এখানে ত্রুটি কিংবা গলদ বলতে উচ্চ আদালতের বিচারপতি নির্দিষ্টভাবে ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ, সেটার জন্য ব্যয় করা টাকা ফেরত ও এই বিষয়ক সমস্যা সমাধানের বিষয়টি উল্লেখ করেছেন।

Calcutta High Court

এদিকে এই ঘটনায় মামলাকারী সংস্থার দাবি ছিল, ঝাঁ চকচকে বিজ্ঞাপন দেখিয়ে গাড়ির ডিলার তাদের বিভ্রান্ত করেছেন। সেই বিজ্ঞাপনে বলা হয়েছিল, সংশ্লিষ্ট গাড়িটি জার্মান প্রযুক্তিতে নির্মিত ও এর নিরাপত্তা ব্যবস্থা বিশ্বমানের। এই বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়েই তারা ওই বহুমূল্য গাড়িটি কেনার সিদ্ধান্ত নেন।

মামলাকারী সংস্থার দাবি, ত্রুটিপূর্ণ ব্রেকিং সিস্টেম সহ একটি ত্রুটিপূর্ণ গাড়ি তাদের বিক্রি করা হয়েছিল। যার জেরে কোনও প্রাণঘাতী দুর্ঘটনাও ঘটতে পারতো। তবে এক্ষেত্রে ক্রেতার সঙ্গে সহমত হতে পারেনি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, ওই গাড়িটি কেনার পর থেকে প্রায় দেড় বছর একটানা ব্যবহার করা হয়েছে। সেই সময় কোথাও কোনও সমস্যা ধরা পড়েনি। এতদিন ধরে যে কোনও যন্ত্র নির্বিঘ্নে ব্যবহারের পর সেটায় কোনও ত্রুটি ধরা পড়লে তাকে ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ হিসেবে ধরা যায় না। একইসঙ্গে আদালত জানিয়েছে, কোনও ভাবেই এই ঘটনা ফৌজদারি ধারার আওতায় আসতে পারে না। গত বুধবার এই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর