ভয়ঙ্কর! ডাকঘরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! মামলা হতেই বড় নির্দেশ দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ পোস্ট অফিসে টাকা জমা করেও শান্তি নেই। কষ্ট করে উপার্জনের টাকা জমানোর জন্য সারা দেশবাসীর কাছে অত্যন্ত বিশ্বস্ত একটি আর্থিক প্রতিষ্ঠান পোস্ট অফিস। কিন্তু এই পোস্ট অফিস থেকেই এবার উধাও হয়ে গেল ১২ লক্ষ টাকা। বছর চারেক আগে আমানত হিসেবে ওই টাকা জমা রাখলেও পরে তা আর ফেরত পাননি বলেই অভিযোগ জানিয়েছেন এক যুবক।

বড় নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)

পোস্ট অফিসে জমা রাখা টাকা ফেরত না পাওয়ায় তিনি তার অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারছেন না। তাই অবশেষে ওই ডাকঘরের বিরুদ্ধে টাকা প্রতারণার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন সুরজিৎ বাবু। হাইকোর্টের কাছে তিনি আর্জি  জানিয়েছেন তার টাকা যাতে ফেরত দিয়ে দেওয়া হয়। এই মামলাতেই এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

মামলাকারী সুরজিৎ দাবি করেছেন ডাকঘর থেকে টাকা ফেরত না পেয়ে প্রথমে তিনি থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু কোন কাজ হয়নি। শুক্রবার এই মামলায় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন কি তদন্ত হয়েছে? আর পুলিশ কি পদক্ষেপ করেছে? তা এক সপ্তাহের মধ্যে জানাতে হবে। এবার ডাকঘরের ওই মামলার কেস ডায়েরিও তলব করেছে হাইকোর্ট (Calcutta High Court) ।

আরও পড়ুন: ব্লুটুথ যন্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য! ফরেন্সিক পরীক্ষাতেই ঘুরে যাবে RG Kar ঘটনার মোড়?

ঘটনার সূত্রপাত হয় ২০২১ সালে। ওই সময় ফলের ব্যবসায়ী সুরজিৎ-এর বাবা রণজিৎ পাল ডাকঘরে ১২ লক্ষ টাকা জমা দিয়েছিলেন। তিনি পেশায় একজন মৃৎশিল্পী। ২০২২ সালে অসুস্থ মায়ের চিকিৎসা করার জন্য ওই টাকা তোলার চেষ্টা করেন সুরজিৎ। কিন্তু অনেক চেষ্টা করেও ডাকঘর থেকে সেই টাকা তুলতে পারেনি তিনি।

calcutta high court 3

সুরজিতের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন পোস্টমাস্টার তাকে সেই টাকা দেয়নি। টাকা না পেয়ে তখন তিনি জামালপুর থানায় পোস্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। মামলাকারী সুরজিৎবাবুর অভিযোগ পুলিশ কোন পদক্ষেপ করেনি। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এবার এই মামলার কেস ডায়েরি তলব করেছে কলকাতা হাইকোর্ট।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর