‘এটা খুব সিরিয়াস ইস্যু’! মোথাবাড়ি মামলায় কেন্দ্রকে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মোথাবাড়িকাণ্ডে (Mothabari Case) সরগরম বাংলা। এই ঘটনার আঁচ এসে পড়েছে রাজ্য রাজনীতিতেও। ইতিমধ্যেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার মোথাবাড়ি মামলাতেই বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

মোথাবাড়ি মামলায় কী নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)?

গত সোমবার থেকে উত্তপ্ত মালদহের মোথাবাড়ি। বৃহস্পতিবার পরিস্থিতি আরও বেশি তেতে ওঠে। দোকান, গাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়। রাস্তাতেও আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ময়দানে নামে পুলিশ। লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। এই অশান্তির ঘটনায় ৬টি মামলা রুজু করে পুলিশ।

ইতিমধ্যেই মোথাবাড়িতে অশান্তির ঘটনার জল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি গড়িয়েছে। গত শুক্রবার এই মামলায় বিচারপতি সেন ও বিচারপতি দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, এই ঘটনাটি স্পর্শকাতর। নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্য সরকারের দায়িত্ব। একইসঙ্গে উচ্চ আদালত জানিয়েছিল, এই মুহূর্তে কেন্দ্রের হস্তক্ষেপের দরকার রয়েছে বলে মনে হয় না।

আরও পড়ুনঃ ‘এটা BJP করিয়েছে’! ২৬,০০০ চাকরি বাতিল হতেই ফুঁসে উঠলেন মমতা! আর কী বললেন মুখ্যমন্ত্রী?

এদিন ফের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। এদিন রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়। এরপরেই মোথাবাড়ির ঘটনায় কেন্দ্রকেও হলফনামা দিতে বলে উচ্চ আদালত।

Calcutta High Court

জানা যাচ্ছে, এদিন কলকাতা হাইকোর্টে মোথাবাড়ি মামলার শুনানির সময় কেন্দ্রের তরফ থেকে এএসজি বলেন, ‘চাইলে কেন্দ্র বাহিনী মোতায়েন করতে পারে। বেলডাঙা ঘটনায় আদালতে আমরা জানিয়েছিলাম। রাজ্য সরকার যে বলছে, আমাদের ভূমিকা নেই, সেটা ঠিক নয়। এটা খুব সিরিয়াস ইস্যু’।

উল্লেখ্য, মোথাবাড়িকাণ্ড নিয়ে প্রায় সপ্তাহখানেক ধরে সরগরম বাংলা। ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতেও এই ইস্যুর আঁচ এসে পড়েছে। মোথাবাড়ির ঘটনা নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অনেকে। এবার এই মামলাতেই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মোথাবাড়ি মামলা এবার কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X