বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছু সময়ে সমতলের পাশাপাশি পাহাড়েও ভয়ঙ্কর নিয়োগ দুর্নীতির অভিযোগ (GTA Teacher Recruitment) সামনে এসেছিল। সেই নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এবার গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন (জিটিএ) শিক্ষক নিয়োগ দু্র্নীতি মামলায় সিআইডি ডিআইজিকে হাজিরার নির্দেশ দিল রাজ্যের উচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, বুধবার ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজিরা দিতে হবে সিআইডি ডিআইজিকে।
নিয়োগ দুর্নীতিতে বড় নির্দেশ হাইকোর্টের-Calcutta High Court
এর আগের শুনানিতে জিটিএ নিয়োগ দুর্নীতি (GTA Recruitment Scam) সংক্রান্ত মামলায় সিআইডি-র রিপোর্ট দেখে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারপতি বিচারপতি বসু (Justice Biswajeet Basu)। এর আগে আদালতবান্ধব নিয়োগ করে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু। এ বার সরাসরি সিআইডি ডিআইজিকে হাজিরার নির্দেশ দিল হাই কোর্ট।
গত বছর জানুয়ারি মাসে জিটিএ-তে নিয়োগ কারচুপি নিয়ে অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে শিক্ষা দফতরে। শিক্ষা দফতর সেই চিঠি ডিআইজি, সিআইডিকে ও ভিজিলেন্স কমিশনকেও পাঠায়। সেই চিঠিতে অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস, স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার-সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীরও নাম ছিল।
সেই অভিযোগের ভিত্তিতে সিবিআইকে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছিল হাই কোর্টের বিচারপতি বসুর সিঙ্গেল বেঞ্চ। আদালতে এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছিল CBI- কে। আদালতের রায়ের পাল্টা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চে যায় রাজ্য। যদিও সেখানে ধাক্কা খায় রাজ্য সরকার। সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: বদলে গেল পূর্বাভাস! শনিবার পর্যন্ত বৃষ্টি এই ৬ জেলায়, উত্তরবঙ্গে হবে তুষারপাতও: আবহাওয়ার খবর
যদিও ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, রাজ্য পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে। পাল্টা সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেখানে সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতদেশ দেওয়া হয়। এদিকে গত ১৭ ফেব্রুয়ারি এই মামলায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বসু। এ বার এই মামলাতেই সিআইডি ডিআইজিকে আদালতে হাজিরার কথা জানালেন বিচারপতি।