‘POCSO কেন যুক্ত করেননি?’ পুলিশের ভূমিকায় রুষ্ট! জয়নগরকাণ্ডে ময়নাতদন্ত নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় শনিবার থেকেই উত্তপ্ত জয়নগর। নির্যাতিতার ময়নাতদন্ত নিয়েও দেখা দেয় জটিলতা। কেন্দ্রীয় হাসপাতালে নির্যাতিতার ময়নাতদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় পরিবার। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নির্দেশে ছুটির দিনেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেই একাধিক নির্দেশ দেয় আদালত।

  • এইমসের বিশেষজ্ঞরা ময়নাতদন্ত করবেন, নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)

জয়নগরে (Jaynagar Incident) নিহত নাবালিকার পরিবারের দাবি ছিল, কিছুতেই রাজ্য সরকারি হাসপাতাল, রাজ্য পুলিশের অধীন নির্যাতিতার ময়নাতদন্ত হবে না। কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের আর্জি জানিয়েছিলেন তাঁরা। এর প্রেক্ষিতে এদিন রাজ্যের তরফ থেকে বলা হয়, কেন্দ্রীয় কোনও হাসপাতালে পোস্টমর্টেমের বিষয়ে নির্দেশ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই।

এদিন এই মামলার শুনানির সময় একাধিক হাসপাতালের নাম উঠে আসে বলে খবর। কমান্ড হাসপাতালের তরফ থেকে মেজর বিজয় জানান, তাঁদের হাসপাতালে ফরেন্সিক এক্সপার্ট নেই। এরপর জোকা ইএসআই থেকে শুরু করে কল্যাণী এইমসের (Kalyani AIIMS) প্রসঙ্গ উঠে আসে। তবে ওই দুই হাসপাতালেই পরিকাঠামো রয়েছে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়।

আরও পড়ুনঃ সরকারি চাকরিতে অনীহা! উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ধাক্কা! পুজোর আবহেই বড় খবর

এরপর হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি নিজেই প্রস্তাব দেন, কল্যাণী জেএনএম, রাজ্যের হাসপাতাল। সেখানকার পরিকাঠামোয় জয়নগরকাণ্ডের নির্যাতিতার ময়নাতদন্ত করবেন এইমসের বিশেষজ্ঞরা। পরিবারের দাবি অনুযায়ী, বারুইপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে।

জয়নগর ধর্ষণ হত্যাকাণ্ডের নির্যাতিতার বয়স মাত্র ১০ বছর। স্বাভাবিকভাবেই এতে পকসো আইন যুক্ত হওয়ার কথা। জাস্টিস ঘোষ এদিন জানতে চান, সুরতহাল রিপোর্টে মৃতার ওপর যৌন নির্যাতনের ইঙ্গিত রয়েছে। তা সত্ত্বেও পুলিশ কেন পকসো (POCSO) আইনে মামলা রুজু করেনি?

Jaynagar incident victim family approaches to Calcutta High Court regarding postmortem

রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল এদিন বলেন, ‘যা যা অভিযোগ রয়েছে, আইন অনুযায়ী সেই সকল ধারা আমরা যোগ করে দেব’। পরের দিন অভিযুক্তকে আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ না করে পকসো আদালতে এই মামলা স্থানান্তর করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বর্তমানে উত্তাল রাজ্য। এর মধ্যে জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ উঠেছে। গতকাল এই নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নির্যাতিতার দেহ সংরক্ষণ করার দাবিতে পদ্মহাট গ্রামীণ হাসপাতাল এবং কাঁটাপুকুর মর্গে বিক্ষোভ দেখায় বাম, বিজেপি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর