জায়গা চিহ্নিত করবে রাজ্য! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ প্রবল আপত্তি জানিয়েছিল রাজ্য (Government of West Bengal)। তবে তাতে কোনও কাজ হল না। উল্টে রাজ্যকেই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতার বুকে কোনও মিটিং, মিছিল করার জন্য রাজ্যকে আগে জায়গা চিহ্নিত করতে হবে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh)।

রাজ্যকে কোন মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)?

দলের বর্ষপূর্তি উপলক্ষ্যে ২১ জানুয়ারি তথা আজ শহিদ মিনারের নীচে সভা করার অনুমতি চেয়েছিল আইএসএফ। তবে পুলিশের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে সেই জল গড়ায় হাইকোর্ট অবধি। এদিন এই মামলাতেই রাজ্যকে বড় নির্দেশ দিয়ে দিল আদালত।

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। হাইকোর্ট (Calcutta High Court) যাতে শহিদ মিনারের নীচে সভার অনুমতি না দেয় সেই জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে জোরালো সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের বক্তব্য ছিল, বছর দুয়েক আগে ওই একই সংগঠনের উদ্যোগে ধর্মতলার সভা থেকে প্রচুর গোলমাল হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট হয়।

আরও পড়ুনঃ ‘দাঙ্গা লাগিয়ে, দু’দেশের মধ্যে গণ্ডগোল পাকিয়ে…’! ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে বিস্ফোরক মমতা

পাল্টা জাস্টিস ঘোষ বলেন, সেই ঘটনায় যে ১৮ জন অভিযুক্ত রয়েছেন তাঁদের এই সভায় না ঢুকতে দেওয়ার নির্দেশ দিতে পারি। তবে বছর দুয়েক আগে একটি ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সংগঠনকে নিষিদ্ধ করা যায় না। এরপরেই রাজ্যকে মিটিং-মিছিলের জন্য জায়গা চিহ্নিত করার নির্দেশ দেয় আদালত। তবে সেই স্থান সেন্ট্রাল কলকাতার বুকে ধর্মতলা বা তার সংলগ্ন চত্বরের বাইরে হতে হবে বলে জানায় আদালত।

Calcutta High Court

এই মামলায় হাইকোর্টের (Calcutta High Court) পর্যবেক্ষণ, ‘ধর্মতলাকে কেন্দ্র করে প্রত্যেক রাজনৈতিক এবং অরাজনৈতিক দলই নিজেদের প্রচারের জন্য অবস্থান, মিছিল, ধর্না করতে চায়। আর তার জন্য নাগরিকদের সমস্যা তীব্র হয়। সেই কারণে আদালতও চায় না ধর্মতলাকে কেন্দ্র করে কোনও অবস্থান বা বিক্ষোভ হোক’। তবে যতদিন অবধি সেই বন্দোবস্ত না হচ্ছে, ততদিন অবধি সবদিক বিচার করেই বিরোধীদেরও সভার অনুমতি প্রদান করতে হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর