ফল প্রকাশের ২৪ ঘণ্টা আগে হাইকোর্টে জয় BJP-র, বিরাট নির্দেশ বিচারপতি সিনহার

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। আর তার মাত্র ২৪ ঘণ্টা আগে বিরাট স্বস্তি বিজেপির। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে (BJP Candidate Pranat Tudu) রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ২১ শে জুন পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ বিচারপতি সিনহার।

প্রসঙ্গত গত ২৫ মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণের দিন কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা প্রকাশ্যে আসে। পরিস্থিতি দেখতে বুথে যাওয়ার সময় গড়বেতায় আক্রান্ত হন বিজেপি ক্যান্ডিডেট প্রণত। তৃণমূলের উপর তাকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেই আঘাতে তার মাথা ফাটে।

ওদিকে পাল্টা তৃণমূল দাবি করে, গড়বেতায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিল বিজেপি। ভোটারদের হুমকি দেওয়া হচ্ছিল। সেই ঘটনারই প্রতিবাদ জানান সাধারণ ভোটারেরা। এরপরই এই ইস্যুতে প্রণত টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় গড়বেতা থানায় মামলা দায়ের হয়। পাল্টা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রণত। আর তাতেই মিলল স্বস্তি। ১৮ জুন এই মামলার পরবর্তী শুনানি।

এদিকে দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি। শনিবার ভোটের দিন এবং রবিবার পুলিশের বিরুদ্ধে মারধর ও অত্যাচারের অভিযোগ তুলে সরব হন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ। সূত্রের খবর সেই ঘটনায় বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির রেখা পাত্রের (Rekha Patra) বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করে করে পুলিশ।

bjp flags

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে উড়ল ঘুম! মিলছে না নিয়োগ-নথির বহু তথ্য! দিশেহারা সকলে

কিছুদিন আগে ভোটের মধ্যেই সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে হামলার ঘটনা সামনে আসে। সেই সময় বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। পাল্টা হাইকোর্টে ছোটেন রেখা। আপাতত আগামী ১৪ জুন পর্যন্ত বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছে আদালত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর