একজোটে গ্রুপ C-তে চাকরি গেল ৮৪২ জনের! স্কুলে ঢোকাও বন্ধ, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ গ্রুপ ডি-র পর এবার গ্রুপ সি (Group C)! একজোটে চাকরি গেল ৮৪২ জনের। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাসে গ্রুপ সি তে এএমআর শিট কারচুপি করে চাকরির অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই ৮৪২ কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি। ২৪ ঘন্টার সকলের চাকরি বাতিল (Job Cancel) করতে হবে বলে কমিশনকে নির্দেশ জাস্টিস গাঙ্গুলির।

আগামীকাল দুপুর ১২ টার মধ্যে এই সকল কর্মীদের সুপারিশপত্র বাতিল করবে কমিশন। অন্যদিকে, শনিবারই বিকেল ৩ টার মধ্যে নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি, আগামী ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ হাইকোর্টের।

অন্যদিকে, কমিশনের সুপারিশপত্র ছাড়াই গ্রুপ সি-তে চাকরি করছেন ৫৭ জন, এদিন এমন অভিযোগ ওঠার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে ২ ঘণ্টার মধ্যে সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দেন। বিচারপতির নির্দেশ মেনে ঘণ্টা খানেকের মধ্যেই ৫৭ জনের তালিকা প্রকাশ করল এসএসসি। এদের চাকরি বাতিল করবে আদালত। আর বাকি ৭৫৮ জনের সুপারিশ প্রত্যাহার করবে কমিশন।

ssc

আদালতে বিচারপতির কড়া নির্দেশ, আজ থেকেই স্কুলে ঢুকতে পারবেন না এই গ্রুপ-সি কর্মীরা। আগামীকাল অর্থাৎ শনিবার দুপুর ১২টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে চাকরির সুপারিশপত্র বাতিল করতে হবে এসএসসি-কে। এদিন সকাল থেকে আদালতে গ্ৰুপ সি তে ওএমআর শিট কারচুপি করে চাকরির অভিযোগ ওঠে। স্কুল সার্ভিস কমিশন আদালতে জানায়, ওএমআরে কারচুপি হয়েছে এমন ৭৫৮ জনের সুপারিশ করা তারপরেই বিচারপতির প্রশ্ন, তাহলে এই প্রার্থীরা চাকরি করতে পারেন?

পাশাপাশি সুপারিশ পত্র ছাড়া ৫৭ জন চাকরি করছেন এই বিষয়টিও উঠে আসে। বহু সওয়াল জবাব শেষে বিকেল ৪টে নাগাদ বিচারপতি গ্রুপ সি-তে কর্মরত মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। তবে এখনই ওই কর্মীদের বেতন ফেরতের কোনও নির্দেশ দেয়নি আদালত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর