বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের কমিশনের বিনীত গোয়েল (Vineet Goyal)। সেই নিয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। সেই মামলা চলছিল কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে। এবার সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? (Calcutta High Court)
সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন প্রধান বিচারপতি। এরপর এই মামলা কোন বিচারপতির বেঞ্চে যাবে তা পরে জানিয়ে দেবেন চিফ জাস্টিস। গত ৯ অগাস্ট আরজি কর কাণ্ড প্রকাশ্যে আসার দিন সংবাদমাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম বলে ফেলেন কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েল। এই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা।
এতদিন সেই সংক্রান্ত মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। বুধবার সেই মামলায় নতুন করে আবেদন করেন আর জি করের নির্যাতিতা চিকিৎসকের পরিবারের আইনজীবী। আজ বৃহস্পতিবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা ছিল প্রধান বিচারপতির বেঞ্চে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে জবাব দিল SSC! হলফনামায় ‘দাড়িভিট’ প্রসঙ্গ, ২৬০০০ চাকরি বাতিল মামলায় বড় আপডেট
এদিন শুনানি শুরুর আগেই হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি জানিয়ে দেন ব্যক্তিগত কারণে এই মামলাটি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। এই মামলাটি আর শুনবেন না তিনি। এরপর কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনও জানা যায়নি। কিছুদিনের মধ্যে তা ঠিক করা হবে বলে সূত্রের খবর।