নন্দীগ্রামে BJP কর্মী খুনের ঘটনায় নয়া মোড়! পুলিশের বিরুদ্ধে চরম অভিযোগ, CBI তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা

বাংলা হান্ট ডেস্কঃ গত ২৫ মে লোকসভা ভোট ছিল তমলুকে। তার ঠিক দু’দিন আগে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় নন্দীগ্রামে। সোনাচূড়ার মনসাপুকুর বাজার অঞ্চলে রাতে পাহারা দিচ্ছিলেন BJP-র কর্মী সমর্থকরা। তখনই তৃণমূল আশ্রিত একদম দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে প্রাণ হারান রথিবালা আড়ি নামের একজন। এবার সেই ঘটনার জলই গড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) অবধি।

ভোটের মুখে নন্দীগ্রামে (Nandigram) হওয়া এই ঘটনার জেরে আহত হয়েছিলেন ৬ জন। প্রাণ হারান রথিবালা। এবার এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির মতো গুরুতর অভিযোগ এনে হাই কোর্টে মামলা দায়ের করা হল। অবিলম্বে CBI তদন্তের আর্জিও জানিয়েছেন মামলাকারী। তাঁর অভিযোগ, এই মামলার তদন্তের নামে পুলিশ প্রহসন করছে।

   

ঘটনার পর কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনও অবধি ১৬৪ ধারায় গোপন জবানবন্দি নেওয়া হয়। একজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনার প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করছে না। হাই কোর্টে সূত্রে জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুনঃ জমি দখলের অভিযোগ! ইউসুফকে নোটিশ পাঠালো পুরসভা, ভোটে জিতেই জটিলতায় TMC সাংসদ?

উল্লেখ্য, ভোটের ঠিক মুখে রথিবালা আড়ির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নন্দীগ্রাম। ভোটের দু’দিন আগের রাতে হওয়া এই ঘটনায় রথিবালার পাশাপাশি আক্রান্ত হয়েছিলেন তাঁর ছেলে সঞ্জয়ও। সেই সঙ্গেই আরও ৫ জন BJP সমর্থক জখম হন।

Calcutta High Court

অভিযোগ, সেই রাতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে গ্রামবাসীরা এগিয়ে এলেই দুষ্কৃতিরা পালিয়ে যায়। এরপর আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রথিবালার প্রাণ বাঁচানো যায়নি। এদিকে বাকি দু’জনের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে শুরু করে। এবার এই ঘটনাতেই CBI তদন্তের আর্জি জানিয়ে উচ্চ আদালতে মামলা করা হল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর