বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট (WB Assembly Elections)। তবে তার আগে বাংলার নানান প্রান্তে বেশ কিছু নির্বাচন রয়েছে। এমনই একটি ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো হয়েছিল। তবে সেটা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (Justice TS Sivagnanam) ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
কোন মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)?
ভোটের সময় অশান্তি কিংবা ভোট পরবর্তী হিংসার ছবি বাংলায় নতুন নয়। একাধিকবার এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। বিধানসভা, পঞ্চায়েত থেকে শুরু করে সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও অনেকসময় দেখা গিয়েছে এই ছবি। আগামী শনিবার কাঁথি কো-অপারেটিভ কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের ভোট রয়েছে। সেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। এবার সেই আর্জিই ফিরিয়ে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই মামলার শুনানি ছিল। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, এই মামলা জনস্বার্থ যোগ্য নয়। সেই কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি মঞ্জুর করা যাবে না। তবে কেন্দ্রীয় বাহিনী কিংবা নিরাপত্তা চাইলে মামলাকারী সিঙ্গেল বেঞ্চে আবেদন করতে পারেন বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ মমতার আমলে ব্যাপক শক্তিবৃদ্ধি! বাংলায় RSS-এর শাখা বেড়েছে পৌনে ৩০০০! চাপে শাসক?
জানা যাচ্ছে, কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে নানান অভিযোগ রয়েছে। তৃণমূলে থাকাকালীন এই ব্যাঙ্কের কর্তা ছিলেন শুভেন্দু অধিকারী। শাসকদলের অভিযোগ, সেই সময় অনেক টাকা নয়ছয় করা হয়েছে। এবার সেখানেই ভোট হতে চলেছে। ফলে এই সমবায় ব্যাঙ্ক সামনে থাকলেও আসল লড়াই তৃণমূল, বিজেপির মধ্যেই বলে মনে করা হচ্ছে। সেই কারণে গোলমালের আশঙ্কা করে এই ভোটে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের আর্জি জানানো হয়। তবে এবার সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এদিকে জানা যাচ্ছে, যে ব্যক্তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছিলেন তিনি কাঁথি সমবায় ব্যাঙ্কের সদস্য হওয়ার পাশাপাশি বিজেপি ঘনিষ্ঠ। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ওই ব্যক্তির আশঙ্কা, এই ভোটে ব্যাপক গোলমাল হতে পারে। তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার। মামলাকারীর নিশানায় মূলত তৃণমূল কর্মীরাই রয়েছেন বলে খবর। তবে হাইকোর্ট (Calcutta High Court) জানিয়ে দিয়েছে, ওই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে না।
আসন্ন এই সমবায় ব্যাঙ্কের নির্বাচনে গোলমালের আশঙ্কা করা হচ্ছে। তৃণমূল অবশ্য সেসবে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, যারা পরাজিত হবে তাঁরাই চিন্তিত। তৃণমূল জিতবে। সেই কারণে এসবের প্রয়োজন নেই।