জারি হয়েছে নোটিস! এবার জেলে যাবেন কুণাল?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অপরাধমূলক আদালত অবমাননা। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে (Calcutta High Court) নিয়ে অবমাননাকর মন্তব্য ও আইনজীবীদের উপর হামলার ঘটনায় তৃণমূলের কুণাল ঘোষকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ, কুণাল ঘোষ (Kunal Ghosh), রাজু দাস সহ পনেরো জনকে নোটিস পাঠাতে হবে। রেজিস্ট্রার জেনারেলকে নোটিস পৌঁছনোর বিষয়ে নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের।

সম্প্রতি হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে (Calcutta High Court) নিয়ে মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এর জেরে তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ কয়েকজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানিতে কলকাতা পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

ফের জেলে যেতে পারেন কুণাল? Kunal Ghosh

প্রসঙ্গত, সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানির শ্লথ গতি নিয়ে প্রশ্ন তুলে,গত শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) চেম্বারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিম বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত সহ বেশ কিছু আইনজীবীকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে। পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে হাইকোর্ট চত্বরেই।

হাইকোর্টের বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ায় ঘটনায় আদালত অবমাননার মামলার জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের কিছু আইনজীবী। তাতে
বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়,বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজকে নিয়ে বিশেষ বেঞ্চ গড়ে দেন প্রধান বিচারপতি।

গোটা বিষয়কে দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের মন্তব্য আদালতের অবমাননা ফৌজদারি অপরাধ। ভবিষ্যতে যাতে এরম ঘটনা আর না হয় সুনিশ্চিত করার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় হাইকোর্ট। অভিযুক্তদের অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ায় জন্য কমিশনারকে নির্দেশ।

আরও পড়ুন: খালি পায়ে আগুনের মধ্যে হাঁটা দেখতে উপচে পড়া ভিড়, মন্দিরে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের! আহত ৫০

উল্লেখ্য, শুক্রবার বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখানোর পর তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। সেখান থেকে সাংবাদিক বৈঠক করেন কুণাল।
সাংবাদিক বৈঠক করে সিপিএম-এর সব নেতাদের ছবি দেখান। কুণালের প্রশ্ন ছিল, এক সময় যে বিকাশ ভট্টাচার্যরা মোটা অঙ্কের টাকা নিয়েছেন মামলা লড়ার জন্য, এখন কেন তাঁরাই চাকরি কাড়তে মরিয়া হয়ে পড়েছে? এই সময়ই কুণাল বলেন, “আর বিচারপতির কিছু কিছু সিপিএমের আইনজীবীকে দেখলে কী হয় জানি না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছি। ভগবান-ভগবান-তারপর হল সাংসদ।” এই ঘটনার প্রেক্ষিতেই হয় মামলা।

ভিডিও দেখুন: https://youtu.be/g08tN5xcA24?si=cVlJsjkPKMVeaazE

যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি নোটিস দেওয়া হয়েছে কি না তা জানতে চায় আদালত। প্রাথমিক ভাবে এটা ক্রিমিনাল কন্টেমট বলে মনে করছে আদালত। হলফনামা চাওয়া হবে। সন্তুষ্ট না হলে রুল জারি করা হবে। এরপরই আবেদনকারীর আইনজীবী প্রশ্ন করেন, “নোটিস বা শোকজ কেন? কেন জেলে পাঠানো হবে না, বা জরিমানা হবে না?”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X