বাংলা হান্ট ডেস্কঃ চিটফান্ড সংক্রান্ত মামলায় রাজ্যের ভূমিকায় উঠল প্রশ্ন। অভিযোগ, রাজ্যের গাফিলতির জন্যই চিটফান্ডে প্রতারিতদের (Chit Funds Case) টাকা ফেরানো যাচ্ছে। এই বিষয়েই রাজ্যের জবাব তলব করল হাইকোর্ট (Calcutta High Court)। এল কড়া নির্দেশও।
ঠিক কি বলল হাইকোর্ট? Calcutta High Court
গত শুক্রবার চিটফান্ড সংক্রান্ত এই মামলাটি উঠেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। সেখানেই আগামী বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই অসহযোগিতার নেপথ্যে কি কারণ তা ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চিটফান্ডকাণ্ডে প্রচারিতদের ক্ষতিপূরণের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ, শুধু নামেই আছে ওই কমিটি। এই নিয়ে রাজ্যের ভূমিকা সদর্থক নয়। পরিকাঠামো, শূন্যপদ পুরণ-সহ বিভিন্ন আবেদন করা হলেও রাজ্য কিছুই কার্যকর করেনি।
হাইকোর্টেরও পর্যবেক্ষণ, কমিটির শুন্যপদ পূরণ হচ্ছে না। যেসব কর্মী অফিসার সেখানে কর্মরত ছিলেন তাদের অনেকেরই কাজের মেয়াদ শেষের পথে, তাদের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও কোনও পদক্ষেপ করছে না রাজ্য সরকার। পাশাপাশি নতুন চেয়ারম্যানকে রেমুনারেশন দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সরকার তাতে অনুমোদন দেয়নি বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি! রবিবার পর্যন্ত টানা ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ: আবহাওয়ার খবর
পাশাপাশি, এর আগের চেয়ারম্যানকেও রেমুলারেশনের পুরো বকেয়া এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে কমিটি গঠন করা হয়েছিল রাজ্যের অনুমতি নিয়েই। এই অবস্থায় কেন রাজ্য দায়িত্ব পালন করছে না সেই প্রশ্ন তোলে হাইকোর্ট। পরিকাঠামো সহ অন্যান্য সুযোগ-সুবিধা কেন বাস্তবে তা দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তোলে। গোটা বিষয়ে স্বরাষ্ট্রসচিবকে আদালত হাজির হয়ে জবাব দিতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।