এসপার নয় ওসপার! নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট খবর, কাদের পুড়ছে কপাল?

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান। সেই ২০২২ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্যের শোরগোল। এরই মাঝে সামনে এল বিরাট আপডেট। সোমবারই এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Corruption case) রায়দান। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )।

দীর্ঘ তিন মাস ধরে বিচারপতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার শুনানি চলছিল। এবার সেই সমস্ত মামলার রায় দেবে আদালত। আর সেই চূড়ান্ত রায়দানের দিকেই তাকিয়ে ২৫ হাজার চাকরিপ্রার্থী থেকে শুরু করে শিক্ষা এবং রাজনৈতিক মহল।

এর আগে এই মামলার শুনানি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন জাস্টিসের দেওয়া বিভিন্ন রায় নিয়ে রাজ্য সরকার তরফে আপত্তি জানানো হয়েছে। পরে ঘটনাচক্রে বিচারপতির এজলাস থেকে মামলা সরানো হয়। সুপ্রিম কোর্ট মামলাগুলি অন্য কোনও এজলাসে পাঠানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকেই প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছিল।

সুপ্রিম কোর্ট ছয় মাসের মধ্যে বিশেষ বেঞ্চকে ছ’মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল। সেই মতো গত ডিসেম্বর মাস থেকে মামলাগুলির শুনানি শুরু হয় বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চে। অবশেষে লোকসভা ভোটের মাঝে সেই মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট।

high court

আরও পড়ুন: লোকসভা ভোটে কোন কোন সিট BJP জিতবেই? জানালেন শুভেন্দু, নির্বাচন শুরুতেই বিরাট ভবিষ্যদ্বাণী

এসএসসির গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের মামলার চূড়ান্ত রায়দান করবে। এর আগে গত ২০ মার্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে টানা শুনানির রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। অবশেষে সোমবার সমস্ত অপেক্ষার অবসান।

সোমবার সকাল সাড়ে ১০টায় SSC সংক্রান্ত সমস্ত মামলার রায় ঘোষণা করবে হাই কোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, এই মামলাতেই ২০২২ সালে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলবন্দি রয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক, নেতা, সরকারি আমলারা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর