লোকসভা ভোটে কোন কোন সিট BJP জিতবেই? জানালেন শুভেন্দু, নির্বাচন শুরুতেই বিরাট ভবিষ্যদ্বাণী

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Vote)। প্রথম দফার লোকসভা নির্বাচনে বাংলার কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোচবিহারে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনা ঘটলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই কেটেছে প্রথম দফার ভোট। ভোটের ফলাফল আগামী ৪ জুন। তবে এরই মাঝে এবার প্রথম দফার ফল নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুক্রবার সন্ধ্যায় নিজের গড় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করেন শুভেন্দু। সেখান থেকেই বিজেপি বিধায়ক বলেন, আজকের নির্বাচনের নির্যাস, রাষ্ট্রবাদীরা ৩, আর চোরেরা শূন্য। যদিও ভোটগ্রহণ নিয়ে পুরোপুরি সন্তোষ প্রকাশ করেন নি শুভেন্দু। তার কথায়, ‘এই নির্বাচনকে ত্রুটিমুক্ত বলা যাবে না। তবে সাধারণ মানুষের অংশগ্রহণে নিশ্চিতভাবে আমরা তাতে খুশি। পঞ্চায়েত নির্বাচন যে কায়দায় রাজ্য প্রশাসন করেছে সেই কায়দায় এই নির্বাচন করতে পারেনি।’

শুভেন্দু আরও বলেন, ‘৯৫ শতাংশর বেশি বুথে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিসেসের মধ্যে অবাধ লুঠ এসব খুব বেশি করতে পারেনি। কোচবিহারে ১৬ – ১৭টি বুথ, আলিপুরদুয়ারের ২টি বুথ আর জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির ১-২ টি বুথ ছাড়া বাকি নির্বাচনে ৮০ শতাংশের বেশি মানুষ অংশগ্রহণ করেছে।

‘যে বুথ গুলিতে এজেন্টদের দিতে দেয়নি বা এজেন্টদের মেরে বের করে দিয়েছে সেই কয়েকটি বুথে মৃত ভোটারদের নামে তৃণমূল কিছু ভোট দিয়েছে। এতে হয়তো জয়ের ব্যবধানের উনিশ – বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে আমরা ২০০ শতাংশ নিশ্চিত। নিশীথ প্রামাণিকের জয়ের ব্যবধান দ্বিগুণ হবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও অত্যন্ত ভালো ব্যাবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। আজকের নির্বাচনের নির্যাস, রাষ্ট্রবাদীরা ৩, আর চোরেরা শূন্য’।

mamata suvendu z

আরও পড়ুন: দুর্নীতির প্রতিবাদ করে দলের হাতেই আক্রান্ত! গুরুতর জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ

ভোটের দিন নিজের খাসতালুকেই মহিলাদের ক্ষোভের মুখে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘উদয়ন গুহ আজ একটু টাইট ছিল। মানুষ ওকে টাইট দিয়ে রেখেছিল’।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর