আর কোনও জনস্বার্থ মামলা শুনবেন না! বড় সিদ্ধান্ত হাইকোর্টের প্রধান বিচারপতির! হঠাৎ কী হল?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এতদিন অবধি জনস্বার্থ মামলা সাধারণত প্রধান বিচারপতিই শুনতেন। কোনও নিয়মের বেড়াজাল নয়, বরং উচ্চ আদালতের ঐতিহ্য মেনেই এমনটা হতো। তবে এবার বড় সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice TS Sivagnanam)। এবার থেকে আর কোনও জনস্বার্থ মামলা শুনবেন না তিনি। ইতিমধ্যেই জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি।

বেনজির সিদ্ধান্ত হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির!

উচ্চ আদালত সূত্রে জানা যাচ্ছে, প্রধান বিচারপতি শিবজ্ঞানমের এজলাসে জনস্বার্থ মামলাগুলির শুনানি হবে কিনা সেটা প্রশাসনিক সিদ্ধান্ত। কোন বিচারপতি কোন মামলা শুনবেন সেটা চিফ জাস্টিস নিজে ঠিক করেন। বিচারপতি ও মামলার ‘রস্টার’ ঠিক করার দায়িত্বও তাঁর কাঁধে থাকে। এবার জনস্বার্থ মামলার শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন জাস্টিস শিবজ্ঞানম।

আদালতের দেওয়া বিজ্ঞপ্তি বলছে, ২০২১ সালের পর থেকে দায়ের হওয়া কোনও জনস্বার্থ মামলা শুনবেন না প্রধান বিচারপতি! নতুন করে দায়ের হওয়া কোনও জনস্বার্থ মামলার শুনানিও তাঁর এজলাসে হবে না। এই মামলাগুলি এবার বিচারপতি সৌমেন সেনের (Justice Soumen Sen) ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনজীবীদের একাংশের বক্তব্য, কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই ধরণের ঘটনা কার্যত নজিরবিহীন!

আরও পড়ুনঃ বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ! ছাব্বিশের ভোটে তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন? মুখ খুললেন ভিভান ঘোষ

হাইকোর্টের উকিলদের একাংশের কথায়, জনস্বার্থ মামলা সাধারণত প্রধান বিচারপতিই শোনেন। তিনি না থাকলে অন্য বিচারপতির এজলাসে শুনানি হয়। তবে এবার এই ধরণের মামলাগুলি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার থেকে সেখানেই শুনানি হবে।

জনস্বার্থের পাশাপাশি পুলিশের অতিসক্রিয়তা ও নিষ্ক্রিয়তার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলিও ছেড়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার থেকে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই বিষয়ক মামলাগুলির শুনানি হবে। ২০২৩ সালের পর থেকে যাবতীয় পুলিশ বিষয়ক মামলা জাস্টিস চক্রবর্তীর বেঞ্চ শুনবে। এই বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) নির্দেশ, পুলিশ বিষয়ক মামলা এবার থেকে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে হবে।

Calcutta High Court

এই বিষয়ে অভিজ্ঞ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘তিনি হয়তো শুনতে পারছেন না, সেই কারণে অন্য বিচারপতিকে দায়িত্ব দিচ্ছেন। এতে অস্বাভাবিকতা কিছু নেই। তবে এর আগে এই ধরণের ঘটনা ঘটেছে বলে আমি মনে করতে পারছি না’।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ মে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেছিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি। এবার সেই বিচারপতিই জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন। সেই সঙ্গেই পুলিশ বিষয়ক মামলাও ছেড়ে দিয়েছে চিফ জাস্টিস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X