‘আপাতত কমিশনের কাজে কোনো হস্তক্ষেপ নয়’, সাফ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের রাজ্যে হচ্ছে নির্বাচন। অথচ সেখানে প্রার্থী কিনা বাংলাদেশি নাগরিক! বাংলাদেশি হয়ে এ রাজ্যের নির্বাচনে দাঁড়ানোর অভিযোগ নিয়ে মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। কিন্তু এই মামলায় আপাতত হস্তক্ষেপ না করার কথাই জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি পালটা প্রশ্ন করেন, নির্বাচনের স্ক্রুটিনির সময় অভিযোগটা ওঠেনি কেন?

জনস্বার্থ মামলায় মন্তব্য হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির

বাংলাদেশি নাগরিক হয়ে এ রাজ্যের নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে একটি জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে (Calcutta High Court)। মামলাটি করেছিলেন মানিক ফকির নামে এক ব্যক্তি। এ রাজ্যেরই দুই প্রার্থীর উদাহরণ টেনে এনেছিলেন তিনি। যাবতীয় অভিযোগ রয়েছে আলোরাণি সরকারের বিরুদ্ধে। ২০২১ সালে বনগাঁ দক্ষিণের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এই আলোরাণি। কিন্তু অভিযোগ উঠেছে, তিনি নাকি আদতে বাংলাদেশি।

Calcutta high court chief justice comment on this pil

কী অভিযোগে মামলা: একজন বাংলাদেশি হয়ে এ রাজ্যের নির্বাচনে কীভাবে প্রার্থী হওয়া যায়, এই প্রশ্ন তুলেই দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা (Calcutta High Court)। ওই মামলায় দাবি করা হয়েছে, প্রার্থীরা যখন মনোনয়ন পেশ করেন, তখন নির্বাচন কমিশনের উচিত প্রযুক্তির মাধ্যমে প্রার্থীর দাখিল করা সব তথ্য যাচাই করা। এর ফলে বিদেশি নাগরিকদের শণাক্ত করা সহজতর হবে।

আরো পড়ুন : “পুলিশ তো বাধা দেবেই, আপনারা ডিআই অফিসে যাবেন কেন?” লাঠিচার্জের “ব্যাখ্যা” ফিরহাদের

কী বললেন প্রধান বিচারপতি: এই জনস্বার্থ মামলায় কেন্দ্রের তরফের আইনজীবী বলেন, এক্ষেত্রে তদন্ত করা যায়। কারণ দেখিয়ে তিনি বলেন, একজন বাংলাদেশি নাগরিক এখানের নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এ তো শুধু রাজ্যের নয়, গোটা দেশেরই সমস্যা। কিন্তু কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির বক্তব্য ছিল ভিন্ন।

আরো পড়ুন : চলবে না কোনো বাছবিচার, মৃত্যুর ১৪ বছর পর ক্ষতিপূরণের নির্দেশ! এই মামলায় বিরাট রায় কলকাতা হাইকোর্টের

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম প্রশ্ন করেন, নির্বাচনের আগে যখন স্ক্রুটিনি হয়, তখন কেন বলা হল না যে ওই প্রার্থী বাংলাদেশি? এই মামলায় তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজে আপাতত আদালত হস্তক্ষেপ করবে না। কিন্তু কোনো সাধারণ নাগরিক যদি চান তাহলে যেকোনো সময়েই এই ঘটনায় বাধা দিতে পারেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X