মুখ্যমন্ত্রীর উদ্যোগ, হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এল বড় আপডেট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। দিন কয়েক আগে নিজেই সরেজমিনে শেষ মুহূর্তের কাজ দেখে এসেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। তখনই সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি শেষবেলার কাজ দেখে। অবশেষে এবার সামনে এল উদ্বোধনের দিনক্ষণ।

জলপাইগুড়িতে তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্থায়ী সার্কিট বেঞ্চ

জলপাইগুড়ির পাহাড়পুরে তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। আগামী ১২ ই জুলাই উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, ওই উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

Calcutta high court circuit bench inauguration ceremony update

কী ঠিক হয় বৈঠকে: শুক্রবারই প্রধান বিচারপতির নেতৃত্বে এবং দলের অন্য বিচারপতিদের উপস্থিতিতে রাজ্যের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয় হাইকোর্টে (Calcutta High Court)। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, পূর্ত সচিব এবং এডিজি আইন শৃঙ্খলা। নতুন স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় উদ্যোগ নিয়েছেন এ ব্যাপারে।

আরো পড়ুন : অনুমতি ছাড়াই ছবি ব্যবহার করে ঢালাও ব্যবসা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ শ্বেতা

আগেই শুরু হয়েছে ভবন তৈরির কাজ: প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগেই স্থায়ী সার্কিট বেঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাহাড়পুরে জাতীয় সড়কের ধারেই গড়ে উঠেছে নতুন ভবন। গত ৮ ই মে সার্কিট বেঞ্চের ল্যান্ড ডিড রাজ্যের তরফে হস্তান্তর করা হয়েছে হাইকোর্টকে (Calcutta High Court)।

আরো পড়ুন : পাক প্রেসিডেন্ট কন্যার কনভয়ে লাঠি নিয়ে হামলা বিক্ষোভকারীদের, কোনো রকমে প্রাণে বাঁচলেন আসিফা জারদারি

স্থায়ী ভবনের শেষ পর্যায়ের কাজ দেখতে কিছুদিন আগেই সেখানে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। সঙ্গে গিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি শম্পা সরকারের মতো আরো অনেকেই।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X