কাজ প্রায় শেষ! কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন কবে? সামনে এল দিনক্ষণ

বাংলা হান্ট ডেস্কঃ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চের স্থায়ী বাসভবন উদ্বোধন হওয়া এখন সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে আগামী ৩১ মার্চ জলপাইগুড়িতে উদ্বোধন হতে পারে, সার্কিট বেঞ্চের স্থায়ী বাসভবন। ওই উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়িতে বসতে পারে চাঁদের হাট। সূত্রের খবর কেন্দ্র এবং রাজ্য থেকে হাজির থাকবেন একঝাঁক হেভিওয়েটরা।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনে থাকছেন কারা?

সূত্রের খবর কেন্দ্র এবং রাজ্যের ভিআইপিরাও থাকবেন আমন্ত্রিতদের তালিকায়। থাকবেন কলকাতা হাইকোর্টের  (Calcutta High Court) প্রধান বিচারপতি। আমন্ত্রণ জানানো হতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও। এছাড়াও কেন্দ্রীয় আইনমন্ত্রী,রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী থাকছেন আমন্ত্রিত অতিথিদের তালিকায়। সব মিলিয়ে ‘চাঁদের হাট’ বসতে চলেছে সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে।

সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনে আমন্ত্রিতদের প্রায় সকলেই থাকবেন কড়া নিরাপত্তা বলয়ে। একথা মাথায় রেখেই কিছুদিনের মধ্যেই নিরাপত্তা  ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হতে চলেছে। সম্প্রতি কলকাতা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতির শম্পা সরকার এসে সার্কিট বেঞ্চের কাজ পরিদর্শন করে গিয়েছেন। এরপরেই আগামী ৩১ মার্চ ভবন উদ্বোধনের বার্তা গিয়েছে জেলা প্রশাসনের কাছে। এপ্রসঙ্গে জাস্টিস বসু বলেছেন, ‘মার্চ মাসে  আমরা শুরু করার চেষ্টা করছি। কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। মার্চের তৃতীয় সপ্তাহে আবার আসব।

প্রশাসনিক সূত্রে খবর, পাঁচতলার এই ভবন তৈরি হতে রাজ্যের খরচ হচ্ছে প্রায় ৪০০ কোটি টাকা। এই ভবনে থাকছে ১৩ টি এজলাস। যার মধ্যে থাকছে প্রধান বিচারপতি বেঞ্চ,  এছাড়াও পাঁচটি ডিভিশন এবং সাতটি সিঙ্গেল বেঞ্চ বসার পরিকাঠামো। সূত্রের খবর স্থায়ী ভবন চত্বরেই উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে। যদিও ভবনের কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে। আদালত এবং অফিস ঘরের আসবাব এখনও তৈরি হয়নি। বেশকিছু ঘর এখনো অসম্পূর্ণ রয়েছে। বাকি রয়েছে রংয়ের কাজও।

আরও পড়ুন: হঠাৎ রাজ্যে একধাক্কায় বাতিল হয়ে গেল ১ লক্ষ রেশন কার্ড! বায়োমেট্রিক চালু হতেই যা হচ্ছে…

প্রশাসনিক সূত্রে খবর যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হলেও ৩১ মার্চ-এর আগে সব কাজ শেষ করা সম্ভব নয়। তবে চেষ্টা চলছে যতটা দ্রুত সম্ভব কাজ শেষ করা যায়। আগামী জুন মাসে স্থায়ী ভবনের কাজ শুরু হোক এমন পরিকল্পনা করা হচ্ছে। প্রসঙ্গত স্থায়ী ভবন উদ্বোধন প্রসঙ্গে চর্চায় এসেছে অস্থায়ী ভবনের কাজের সূচনা নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের টানাপোড়েনের বিষয়টিও।

Delhi High Court gives notice to Google

জানা যাচ্ছে, ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে ময়নাগুড়ি, চূড়াভাণ্ডারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনসভা ছিল। ওই সভার আগের রাতে জানানো হয় পরদিন প্রধানমন্ত্রী জনসভার আগে ছোট্ট সরকারি অনুষ্ঠানে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানে রাজ্য এমনকি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কোন প্রতিনিধিকে দেখা যায়নি। ২০১৯ সালের অস্থায়ী ভবনের কাজের সূচনা হয়। সেখানে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইন মন্ত্রীও উপস্থিত ছিলেন। সূত্রের খবর আগামী মার্চ মাসে স্থায়ী ভবনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল বার্তা দিতে পারেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর