কেন্দ্র নয়, অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকেই! পরিস্কার জানাল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ভারতীয় জনতা পার্টি (BJP) ছেড়ে নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। বিজেপিতে থাকাকালীন একাধিকবার ঘাসফুল শিবিরের বিরুদ্ধে তাঁকে হত্যার ছক কষার অভিযোগ তোলেন তিনি। তবে বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ রূপে বদলে গিয়েছে। শাসকদলে যোগদানের মাধ্যমে এখন অর্জুনের পাখির চোখ কেবলমাত্র বিজেপিকে আক্রমণ। এর মাঝেই গত ৫ই জুলাই অর্জুন সিংয়ের কাছে একটি নোটিশ পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, যেখানে তাঁর ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা তুলে দেওয়ার ব্যাপারে সূচিত করা হয় আর এবার সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চেয়ে বসলেন কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। একইসঙ্গে অর্জুনকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারকেই দায়িত্ব প্রদান করলো হাইকোর্ট।

সূত্র মারফত জানা যায় যে, গত ৫ই জুলাই তৃণমূল নেতা অর্জুন সিংয়ের কাছে একটি নোটিশ পৌঁছে যায়, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা নিরাপত্তা তুলে দেওয়ার বিষয় জানানো হয়। পরবর্তীতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন অর্জুন। আদালত সূত্রে খবর, এদিন সেই মামলা চলাকালীন হাইকোর্ট দ্বারা নর্থ ব্লকের কাছে একটি রিপোর্ট চেয়ে বসা হয়েছে। এক্ষেত্রে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

এক্ষেত্রে এদিন অর্জুনের পক্ষ থেকে আদালতে জানানো হয়, “এখনো অর্জুন সিংয়ের জীবনের ঝুঁকি রয়ে গিয়েছে। এর উপর যদি নিরাপত্তা তুলে দেওয়া হয়, তাহলে তা ক্ষতিকর হবে।” এক্ষেত্রে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার জন্যই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বর্তমানে অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপিতে যোগদান করার পর অর্জুন সিংকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পরবর্তীতে, অর্জুনের বাড়ির সামনে একাধিক সময় বিস্ফোরণের ঘটনা ঘটলে সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়। এক্ষেত্রে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয় তাঁকে। সেই সময় অবশ্য তৃণমূল নেতাকে একাধিকবার তাঁর বর্তমান দলের বিরুদ্ধেই কটাক্ষ ছুঁড়ে দিতে দেখা যেত।

বর্তমানে অবশ্য সম্পূর্ণ বদলে গিয়েছে চিত্র। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলের দরজায় কড়া নাড়েন অর্জুন। এরপর ধুমধাম করে তাঁকে নিজেদের দলে টেনেও নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এরপরেই কেন্দ্রীয় সরকার দ্বারা নিরাপত্তা প্রত্যাহার করার ঘটনাটি বঙ্গ রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

arjun high court

এই প্রসঙ্গে এদিন অর্জুন সিং বলেন, “আমি বিজেপি দল ছেড়ে দিয়েছি বলে আমার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তবে এর জন্য আমার কাজের কোনরকম ফারাক হবে না। মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি আমাকে প্রাণ ত্যাগ করতে হয়, তাহলে তাই করবো। পাঞ্জাবে আপনারা দেখেছেন, নিরাপত্তা তুলে নেওয়ার পর কিভাবে এক ব্যক্তিকে খুন করার হয়েছে। এক্ষেত্রে যদি নিরাপত্তা তুলে নেওয়ার কারণে আমার সঙ্গে কিছু হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে কেন্দ্র।”


Sayan Das

সম্পর্কিত খবর