কেন্দ্র নিরাপত্তা তুলে নেওয়ায় হাইকোর্টে গিয়েছিলেন অর্জুন সিং, আর্জি শুনলই না আদালত

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গ রাজনীতির অন্দরে একটি চর্চিত নাম অর্জুন সিং (Arjun Singh)। একদা ঘাসফুল শিবিরের মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন পদ্ম শিবিরে। তারপর ফের ঘরওয়াপসি। কয়েকদিন আগেই ঘাসফুল শিবিরে কামব্যাক করেছেন তিনি।

কিন্তু ফের তৃণমূলে ফিরে আসতেই কেন্দ্রের পক্ষ থেকে তুলে নেওয়া হয় তার জেড ক্যাটাগরির নিরাপত্তা। আর তাতেই বেজায় ক্ষুব্ধ ব্যারাকপুরের সাংসদ। সেই ইস্যুতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু, অর্জুন সিংয়ের নিরাপত্তা তুলে নেওয়ার মামলায় পুলিশি নিষ্ক্রিয়তাকে মান্যতা দিতে নারাজ আদালত। বলা বাহুল্য, জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার নিয়ে অর্জুন সিংহের আর্জি শুনল না কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার অর্জুুন সিং নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চান। কিন্তু, শেষ পর্যন্ত মেলেনি অনুমতি। শুধু তাই নয়, বিচারপতি শম্পা সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এই আবেদনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগকে তুলে ধরা যাবে না। পাশাপাশি, স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত এবং সিআইএসএফের নোটিস পেয়েই পুলিশের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বিচারপতি শম্পা সরকার। এতে পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি। বিচারপতি শম্পা সরকারের কথায়, আপাতত অন্য বেঞ্চে আর্জি জানাতে হবে।

arjun 2 2

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমি তো এক জন জনপ্রতিনিধি। আমার তো নিরাপত্তা লাগবেই। জেড ক্যাটেগরি নিরাপত্তা কেন্দ্রই দিয়েছিল। তুলে নেওয়ার জন্যই কি দিয়েছিল? আমি এ-সব জানতেই হাই কোর্টে যাব।’’ তবে, জেড ক্যাটাগরির নিরাপত্তা উঠে যাওয়ার পর এবার তাকে রাজ্য সরকারের তরফে কোনও বিশেষ নিরাপত্তা দেওয়া হয় কি না সেটাই এখন দেখার বিষয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর