বাংলাদেশি ভোটার! হেরে পুনর্গণনার দাবি করা তৃণমূল প্রার্থীকে ভারত ছাড়া করতে উদ্যোগী হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ গত নির্বাচনে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল দলের হয়ে ভোটে লড়াই করেন তিনি। সেই মহিলা প্রার্থীর নাম রয়েছে কিনা বাংলাদেশের ভোটার লিস্টে! এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠলো তৃণমূল নেত্রী আলোরানি সরকারের বিরুদ্ধে।

এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ওঠে আর তারপরই শুনানি চলাকালীন এদিন বিচারপতি বিবেক চৌধুরী তাঁর ইলেকশন পিটিশন খারিজ করলেন বলে খবর। এবার থেকে নিজেকে আর ভারতীয় নাগরিক বলতেও পারবেন না তৃণমূল নেত্রী। এদিন এহেন রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট।

সূত্রের খবর, বনগাঁ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করেন আলোরানি সরকার। বলে রাখা ভালো, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী আলোরানি বিজেপির স্বপন মজুমদারের কাছে দুই হাজারের বেশি ভোটে পরাজিত হন আর এরপরই তিনি বিজেপির প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর হাইকোর্টে শুনানি চলাকালীন বিরোধী পক্ষের আইনজীবী তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “বাংলাদেশের ভোটার লিস্টে নাম রয়েছে আলোরানি সরকারের।”

জানা গিয়েছে যে, আলোরানিকে ভারত ছাড়া করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখতে চলেছে কলকাতা হাইকোর্ট। এও জানা গিয়েছে যে, আলোরানি সরকারের বিয়ে বাংলাদেশে হয়েছে। এমনকি ওনার স্বামী এখনও ওই দেশেই থাকেন।

এরপরই শুরু হয় বিতর্ক। কলকাতা হাইকোর্টের শুনানি চলাকালীন বিচারপতি বিবেক চৌধুরী বলেন, “আমাদের কাছে জানানো হয়েছে যে, বাংলাদেশের ভোটার লিস্টে তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের নাম রয়েছে। ফলে দুই দেশের নাগরিকত্ব নেওয়া কখনই উচিত নয়। এরপর থেকে তিনি নিজেকে এই দেশের নাগরিক বলে দাবি করতে পারবেন না। এটা আইন বিরুদ্ধ।” এ ছাড়াও বিচারপতি বিবেক চৌধুরী এদিন জাতীয় নির্বাচন কমিশনকে নাগরিকত্বের নিয়ম খতিয়ে দেখতে বলেন এবং সেই অনুযায়ী পদক্ষেপেরও নির্দেশ দেন।


Sayan Das

সম্পর্কিত খবর