‘ওনাকে গ্রেফতার করুন..’ তুমুল ক্ষুব্ধ বিচারপতি, জেলা সংসদ সভাপতির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

বাংলা হান্ট ডেস্কঃ আদালত অবমাননার (Contempt of Court) দায়ে প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ (District Primary Education President)। মালদহ জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রাও। হাইকোর্টের এই নির্দেশ নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

কেন গ্রেফতারি পরোয়ানা জারি হল বাসন্তীদেবীর বিরুদ্ধে?

আদালত সূত্রে খবর, নিজের প্রাপ্ত বকেয়ার দাবি করে এক প্রাথমিক স্কুল শিক্ষিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বকেয়া প্রাপ্তির বিষয়ে মামলা শুনছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। আগে এই মামলায় একাধিকবার মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে স্বশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

   

আরও পড়ুন: কিস্তিমাত! আসছে NBSTC’র নয়া প্যাকেজ! জঙ্গল থেকে পাহাড় ভ্রমণ, এবার হবে সাধ্যের মধ্যে সাধপূরণ

উচ্চ আদালতের নির্দেশ ছিল স্বশরীরে হাজিরা দিতে না পারলে ভার্চুয়াল মাধ্যমেও হাজিরা দিতে পারেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। তবে বারংবার নির্দেশ দেওয়ার পরও তা করেননি বাসন্তীদেবীর। এভাবে আদালতের নির্দেশ অমান্য করায় আদালত অবমাননা করা হয়। এরপরেই তার বিরুদ্ধে কড়া নির্দেশ দেন বিচারপতি।

Calcutta High Court

আরও পড়ুন: গরম কাটিয়ে ভারী বৃষ্টি! নিম্নচাপের জেরে আজ থেকে ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলা: আবহাওয়ার খবর

এদিন ভরা এজলাসে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, আগামী ২৬ সেপ্টেম্বর সংসদ সভাপতিকে হাইকোর্টে হাজির করাতে হবে। এদিকে এই বিষয়ে সংসদ সভাপতির সঙ্গে এক সংবাদমাধ্যম সূত্রে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য আজই কলকাতায় গিয়েছেন। আপাতত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ নিয়ে কিছু বলতে চাননা বলেও জানিয়েছেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর