হাইকোর্টে মামলা দায়ের পরাজিত ৫ BJP প্রার্থীর! পাঁচ বিচারপতির হাতে পাঠানো হল মামলা

বাংলা হান্ট ডেস্কঃ এবারের লোকসভা ভোটে ৪২টি আসনের মধ্যে মাত্র ১২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ২৯টি আসনে বাজিমাত করেছে তৃণমূল। তবে এর মধ্যেই পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোটকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বাতিলের দাবি জানিয়েছেন ওই পাঁচ আসনের পরাজিত বিজেপি প্রার্থী।

হাইকোর্টে (Calcutta High Court) পরাজিত BJP প্রার্থীদের মামলায় নয়া মোড়!

ঘাটাল, ডায়মন্ড হারবার, বসিরহাট, কোচবিহার এবং আরামবাগ, রাজ্যের এই পাঁচ কেন্দ্রের ভোটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এবার এই পাঁচ মামলা হাইকোর্টের (Calcutta High Court) পৃথক পাঁচজন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হল। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলাগুলির বেঞ্চ নির্দিষ্ট করে দিয়েছেন।

প্রধান বিচারপতি জানান, ঘাটালের ইলেকশন পিটিশনের (Election Petition) মামলা শুনবেন বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চ, ডায়মন্ড হারবারের মামলা পাঠানো হয়েছে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়, বসিরহাটের মামলা শুনবেন বিচারপতি কৃষ্ণ রাও। কোচবিহার এবং আরামবাগের মামলা শুনবেন যথাক্রমে বিচারপতি সুগত মজুমদার এবং বিচারপতি বিভাসরঞ্জন দে।

আরও পড়ুনঃ ‘এক বছরের জন্য…’! হাইকোর্টের ৯ বিচারপতিকে নিয়ে বড় নির্দেশ কলেজিয়ামের, শোরগোল রাজ্যে

ভোটের দিন থেকেই বাংলার ওই পাঁচ কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছিল বিজেপি। প্রার্থীরা আগেই জানিয়েছিলেন, তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। সেই অনুসারে ঘাটালের পদ্ম প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস, বসিরহাটের রেখা পাত্র, কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং আরামবাগের অরূপকান্তি দিগর কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ইলেকশন পিটিশন দাখিল করেন। এবার এই পাঁচ মামলা পৃথক পাঁচজন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হল।

Calcutta High Court

ঘাটালের BJP প্রার্থী হিরণ নির্বাচনের দিন থেকেই কারচুপির অভিযোগ করছেন। ভোট বাতিলের দাবি জানিয়েছেন তিনি। ডায়মন্ড হারবার এবং কোচবিহারেও একই অভিযোগ আনা হয়েছে। বসিরহাটে আবার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের হলফনামায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ এনেছেন পদ্ম প্রার্থী রেখা। ‘নো ডিউজ সার্টিফিকেট’ ছিল না বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে আরামবাগে যেভাবে ভোট হয়েছে সেটা তিনি মানেন না বলে জানিয়েছেন BJP প্রার্থী অরূপকান্তি দিগর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর