স্বস্তি! গ্রেফতারি পরোয়ানা নিয়ে সৌমিত্র খাঁ-কে বড় নির্দেশ দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্ক: গ্রেফতার হওয়া থেকে রক্ষা পেলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। চার বছরের পুরনো মামলায় খানিক স্বস্তি পেলেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ। বুধবার কলকাতা হাইকোর্ট জানাল, গ্রেফতারি (Arrest) পরোয়ানা থেকে স্বস্তি পাচ্ছেন তিনি।

বুধবার বিচারপতি কৌশিক চন্দ তাঁর রায়ে জানান, আগামী ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজিরা দিয়ে আগাম জামিন নিতে পারবেন সৌমিত্র। এবং তিনি হাজিরা দিলে আদালতকে জামিন দিতেই হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়র এবং বিষ্ণুপুর থানায় সৌমিত্রের বিরুদ্ধে অবৈধ বালি উত্তোলন এবং অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সৌমিত্রের বিরুদ্ধে নদীর চর থেকে অবৈধ ভাবে বালি তোলার অভিযোগ ওঠে। এরপর তৃণমূল (TMC) থেকে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। এরপর তাঁর বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগে মামলা হয়।

এই কারণে ২০১৯ সালের লোকসভা ভোটের (Loksabha Election) প্রচারেও যেতে পারেননি সাংসদ। সুপ্রিম কোর্টে গিয়েও সেখানে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। সৌমিত্রকে শীর্ষ আদালত প্রশ্ন করে, ‘আপনি বর্তমানে সাংসদ? আপনার বিরুদ্ধে চারটি মামলা? অস্ত্র আইনেও (Arms Act) মামলা রয়েছে? আপনি দল বদল করেন? আগে কোন দলে ছিলেন? এখন কোন দলে গিয়েছেন?’

Saumitra Khan,bjp Saumitra Khan,Bishnupur MP,সৌমিত্র খাঁ,বিজেপি,বাঁকুড়া,আর্থিক প্রতারণা,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

লোকসভা ভোটে প্রচারে না গিয়েই বিষ্ণুপুরে জেতেন সৌমিত্র। এরপর বিজেপি সাংসদকে বাঁকুড়ায় ঢোকার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উল্লেখ্য, বর্তমানে তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, বালি পাচার এবং অস্ত্র আইন-সহ একাধিক মামলা চলছে। সেই মামলাতেই এবার রক্ষাকবচ পেলেন সৌমিত্র।