জামিন পেলেন আরাবুল ইসলাম! ভাঙরের তৃণমূল নেতাকে ‘মুক্তি’ দিয়ে যা জানাল হাই কোর্ট…

   

বাংলা হান্ট ডেস্কঃ মাসের শুরুতেই বড় খবর। জামিন পেলেন ভাঙরের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। মঙ্গলবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। উচ্চ আদালতের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের তরফ থেকে আরাবুলের (Arabul Islam) জামিনের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, এদিন শর্তসাপেক্ষে আরাবুলের জামিনের আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট। তবে এই নির্দেশ যেহেতু সদ্য দেওয়া হয়েছে সেই কারণে এখনও এর নির্দেশনামার কপি উচ্চ আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। তাই ঠিক কী কী শর্তসাপেক্ষে TMC নেতার জামিনের আবেদন মঞ্জুর হয়েছে তা এখনও পরিষ্কার জানা যায়নি।

তাই হাই কোর্টের তরফ থেকে জামিন পেলেও আরাবুল ভাঙরে (Bhangar) ঢুকতে পারবেন কিনা, পুলিশের কাছে তাঁকে কতবার হাজিরা দিতে হবে, কত টাকার বন্ডে TMC নেতার জামিনের আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট তা এখনও জানা যায়নি। এদিন খুনের মামলায় জামিনের আবেদন জানিয়ে হাই কোর্টে আসেন আরাবুল।

আরও পড়ুনঃ খাস কলকাতায় ফের অগ্নিকাণ্ড! ধাপায় ভয়াবহ আগুন, বিস্ফোরণের শব্দে কাঁপছে এলাকা!

উল্লেখ্য, ভাঙরের দাপুটে নেতা আরাবুল। একদা তাঁকে ‘তাজা নেতা’ আখ্যা দিয়েছিলেন TMC-র হেভিওয়েট মদন মিত্র। সেই আরাবুলকেই চলতি বছর ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করে পুলিশ। ISF কর্মীর খুনের অভিযোগ, আগ্নেয়াস্ত্র সহ দলবদ্ধভাবে আক্রমণ, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ গ্রেফতার করা হয় তাঁকে। এরপর তাঁকে আরও ২টি মামলায় যুক্ত করা হয়। এবার সেই হেভিওয়েট নেতাকেই শর্ত সাপেক্ষে জামিন দিল হাই কোর্ট।

Calcutta High Court

এদিকে আরাবুলের বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে সেই বিষয়ে কলকাতা পুলিশের কাছে জানতে চান TMC নেতার আইনজীবী। তবে সেই জবাব মেলেনি বলে হাই কোর্টের দ্বারস্থ হন আরাবুল। অবশেষে স্বস্তি পেলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর