হাতে ৪ সপ্তাহ সময়! রাজ্যের স্বাস্থ্যসচিবকে কড়া ‘ডেডলাইন’ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর থেকেই শিরোনামে উঠে এসেছে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে থ্রেট কালচার (Threat Culture) তথা হুমকি সংস্কৃতির অভিযোগ। বহুক্ষেত্রে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের একজন ইন্টার্নের করা মামলাতেই হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত।

হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে কী নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)?

জানা যাচ্ছে, গত সেপ্টেম্বর মাসে হুমকি সংস্কৃতি সহ বেশ কিছু অভিযোগে ইন্টার্ন চিকিৎসক সোহম মণ্ডলকে বহিষ্কারের সুপারিশ করেছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কাউন্সিল। এর ভিত্তিতে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জল গড়ায় হাইকোর্ট অবধি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা সিদ্ধান্তের অভিযোগে ওই ইন্টার্ন মামলা করেন বলে খবর।

এবার এই মামলাতেই বড় নির্দেশ দিলেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্য। জানা যাচ্ছে, গত ২৩ ডিসেম্বর উচ্চ আদালতের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে বিচারপতি এই নির্দেশ দেন। জাস্টিস ভট্টাচার্যের নির্দেশ, ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের স্বাস্থ্যসচিবকে কলেজ কাউন্সিলের বহিষ্কারের সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ কয়েকশো কোটির দুর্নীতি! ‘অপা’ থেকে লিপস অ্যান্ড বাউন্ডস, কার কত সম্পত্তির হদিশ? জানাল ED

এখানেই শেষ নয়! হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিযুক্ত ওই ইন্টার্নকে এক সপ্তাহ আগে নোটিশ দিতে হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে সংশ্লিষ্ট ইন্টার্ন ও কলেজ কর্তৃপক্ষকে সেই বিষয়ে জানাতে হবে। রাজ্যের স্বাস্থ্যসচিব এই বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া অবধি সংশ্লিষ্ট ইন্টার্নের বহিষ্কার স্থগিত থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Calcutta High Court

উল্লেখ্য, হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে আগেই জানানো হয়েছিল, স্বাস্থ্য দফতরের উক্ত কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে, তার ওপর আরজি কর মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজের হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত চিকিৎসকদের বহিষ্কার করার সিদ্ধান্ত নির্ভরশীল হবে। বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি জয় সেনগুপ্ত একই জিনিস বলেন বলে খবর। এবার কার্যত ‘ডেডলাইন’ বেঁধে দিল আদালত। সেই সময়সীমার মধ্যে স্বাস্থ্য সচিবকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X