বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক মাসে একাধিক মামলায় পুলিশের (Police) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার একটি মামলায় উর্দিধারীদের ‘শেষ সুযোগ’ দিয়ে দিল উচ্চ আদালত। পুলিশ না পারলে এবার কেন্দ্রীয় বাহিনী ডাকা হবে, এমনটাই বললেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।
কোন মামলায় এই মন্তব্য করল হাইকোর্ট (Calcutta High Court)?
শহরের নানান প্রান্তে গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ নিয়ে উচ্চ আদালতে একাধিক মামলা হয়েছে। বছর দুয়েক আগে শহর কলকাতার নারকেলডাঙা থানা অঞ্চলের এমনই একটি অবৈধ নির্মাণ নিয়ে মামলা হয়েছিল। ২০২৩ সালের ৩ অক্টোবর বিচারপতি সিনহা ওই নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেন। এরপর প্রায় দেড় বছর কেটে গেলেও সেই নির্মাণ ভাঙতে পারেনি পুলিশ। এবার তাতেই কড়া মন্তব্য করলেন জাস্টিস সিনহা।
জানা যাচ্ছে, ২০২৩ সালে নারকেলডাঙার এই অবৈধ নির্মাণকে (Illegal Construction) কেন্দ্র করে মামলা হয়। পুরসভার তরফ থেকেও মেনে নেওয়া হয় এই নির্মাণ বেআইনি। এরপর সেই বছরের অক্টোবর মাসে তা ভেঙে ফেলার নির্দেশ দেয় উচ্চ আদালত। এরপর প্রায় দেড় বছর কেটে গেলেও ওই বেআইনি নির্মাণ ভাঙতে পারেনি পুলিশ। তাঁদের চেষ্টা ব্যর্থ হয়েছে। জানা যাচ্ছে, স্থানীয়দের প্রতিরোধের কারণে ওই বিল্ডিং ভাঙতে অসমর্থ হয় পুলিশ, পুরসভা।
আরও পড়ুনঃ ভারত-পাক উত্তেজনার আবহে ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি ভারতে, কী কী করা যাবে না? জানাল কেন্দ্র
এবার সেকথা শোনার পরেই কেন্দ্রীয় বাহিনীকে ডাকার হুঁশিয়ারি দিল হাইকোর্ট। জাস্টিস সিনহা জানিয়েছেন, এবার শেষ সুযোগ। কলকাতা পুলিশ (Kolkata Police) যদি ওই অবৈধ নির্মাণ ভাঙতে না পারে, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সংশ্লিষ্ট বিল্ডিং খালি করার নির্দেশ দেওয়া হবে।
উল্লেখ্য, বিগত এক বছরে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে শহর কলকাতার অবৈধ নির্মাণ। গার্ডেনরিচ কাণ্ডের পর একাধিক ঘটনা সামনে এসেছে। কোথাও বিল্ডিং হেলে যাওয়া, কোথাও আবার একাংশ ভেঙে পড়ার কথা জানা গিয়েছে। অবৈধ নির্মাণ নিয়ে হাইকোর্টও (Calcutta High Court) বরাবর কড়া অবস্থান নেয়। এবার এমনই একটি মামলায় পুলিশকে বড় হুঁশিয়ারি দিলেন বিচারপতি সিনহা।