মানবাধিকার কমিশনের বাইরে ধর্না নয়! BJP সমর্থিত সংগঠনকে একগুচ্ছ শর্ত বেঁধে অনুমতি দিল হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ ঘিরে এপ্রিল মাসে তেতে উঠেছিল মুর্শিদাবাদের (Murshidabad Violence) বেশ কিছু এলাকা। এর জেরে প্রাণ হারান তিন জন, আহতের সংখ্যা একাধিক। প্রাণ বাঁচাতে অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। সেই অশান্তির প্রতিবাদ ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য মানবাধিকার কমিশনের সামনে ধর্নায় বসতে চেয়েছিল বিজেপি (BJP) সমর্থিত একটি সংগঠন। পুলিশি অনুমতি না মেলায় জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার তাতেই বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

একগুচ্ছ শর্ত বেঁধে কী নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)?

মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত মাসেই সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। মাসখানেক পর সেখানকার পরিস্থিতি অনেকটাই শান্ত। এই আবহে অশান্তির প্রতিবাদ ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য মানবাধিকার কমিশন অভিযানের ডাক দেয় একটি সংগঠন। পুলিশ অনুমতি না দেওয়ায় উচ্চ আদালতের দ্বারস্থ হন সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি সুরজ কুমার সিং।

মঙ্গলবার এই কর্মসূচির অনুমতি দেন বিচারপতি ঘোষ (Justice Tirthankar Ghosh)। তবে মানবাধিকার কমিশন দফতরের সামনে ধর্না দেওয়া যাবে না বলে জানান তিনি। কারণ হিসেবে বলা হয়, সল্টলেকের যে অঞ্চলে মানবাধিকার কমিশনের অফিস, তা ভীষণ সংকীর্ণ। সেই জন্য সেখানে ধর্না অথবা সভা করা যাবে না। এর পরিবর্তে সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে ধর্না কর্মসূচি করা যাবে।

আরও পড়ুনঃ কাশ্মীরে নিহত বাঙালি জওয়ানের স্ত্রীকে সরকারি চাকরি! সুতির সভা থেকে একগুচ্ছ ঘোষণা মমতার

জানা যাচ্ছে, এদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি কর্মসূচি ছিল বিজেপি সমর্থিত ওই সংগঠনের। ৫০০ জনকে নিয়ে কর্মসূচি করতে চেয়েছিল তারা। তবে সেই সংখ্যা কমিয়ে দিয়েছে হাইকোর্ট। ২০০ জনকে নিয়ে এই কর্মসূচি করা যাবে বলে জানিয়েছে আদালত। পরবর্তীতে ৩ থেকে ৫ জন প্রতিনিধি কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দিতে পারবেন।

Calcutta High Court

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বিজেপির একাধিক কর্মসূচিতেও পুলিশি অনুমতি না মেলার অভিযোগ উঠেছে। হাইকোর্ট (Calcutta High Court) অবধি জল গড়াতেই অধিকাংশ ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি মিলেছে। এবার বিজেপি সমর্থিত সংগঠনের ক্ষেত্রেও দেখা গেল একই ছবি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X